ইরান মহাকাশে পাঠালো দেশে তৈরি গবেষণা স্যাটেলাইট পার্স-ওয়ান
https://parstoday.ir/bn/news/iran-i135032-ইরান_মহাকাশে_পাঠালো_দেশে_তৈরি_গবেষণা_স্যাটেলাইট_পার্স_ওয়ান
ইসলামী প্রজাতন্ত্র ইরান সফলতার সাথে পার্স-ওয়ান গবেষণা স্যাটেলাইট পৃথিবীর কক্ষপথে স্থাপন করেছে। স্যাটেলাইটটি সম্পূর্ণভাবে দেশীয় প্রযুক্তিতে তৈরি।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ফেব্রুয়ারি ২৯, ২০২৪ ১৮:৪৭ Asia/Dhaka
  • স্যাটেলাইট পার্স-ওয়ান
    স্যাটেলাইট পার্স-ওয়ান

ইসলামী প্রজাতন্ত্র ইরান সফলতার সাথে পার্স-ওয়ান গবেষণা স্যাটেলাইট পৃথিবীর কক্ষপথে স্থাপন করেছে। স্যাটেলাইটটি সম্পূর্ণভাবে দেশীয় প্রযুক্তিতে তৈরি।

রাশিয়ার দুর প্রাচ্যের আমুর অঞ্চলের ভস্টখ্‌নি কসমোড্রোম থেকে সইয়ুজ রকেটের মাধ্যমে ১৩৪ কিলোগ্রাম ওজনের এ স্যাটেলাইট আজ বৃহস্পতিবার মহাকাশে পাঠানো হয়।

পার্স-ওয়ান স্যাটেলাইটে তিনটি ক্যামেরা বসানো আছে যা পৃথিবীর কক্ষপথে থেকে ইরানের মানচিত্র ও ভূমি সংক্রান্ত তথ্য স্ক্যান করবে। স্যাটেলাইটটি এই গবেষণা কার্যক্রম পরিচালনার সময় ভূপৃষ্ঠ থেকে ৫০০ কিলোমিটার উপরে অবস্থান করবে।

পার্স-ওয়ান স্যাটেলাইটের নকশা এবং নির্মাণ কাজে ইরানের বিশেষজ্ঞ এবং তরুণ বিজ্ঞানীরা জড়িত। স্যাটলাইট নির্মাণের কাজে ইরান স্পেস রিসার্চ ইনস্টিটিউট সহযোগিতা করেছে। এই স্যাটেলাইট তিনটি ভিজিবল স্পেক্ট্রাল রেঞ্জ, শর্ট ওয়েব ইনফ্রারেড এবং থার্মাল ইনফ্রারেড থেকে তথ্য সংগ্রহ করবে।

সাম্প্রতিক বছরগুলোতে ইসলামী প্রজাতন্ত্র ইরান বেশ কিছু সংখ্যক স্যাটেলাইট মহাকাশে পাঠিয়েছে এবং এক্ষেত্রে ইরানের গবেষক ও তরুণ বিজ্ঞানীদের অনন্য সাধারণ ভূমিকা রয়েছে।#

পার্সটুডে/এসআইবি/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।