মার্চ ০৪, ২০২৪ ১৩:৫৫ Asia/Dhaka

ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, তার দেশ এবং আলজেরিয়ার মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক বাড়ানোর জন্য জোরালো পদক্ষেপ নেয়া প্রয়োজন।

গতকাল (রোববার) রাজধানী আলজিয়ার্সে ইরান ও আলজেরিয়ার উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দলের বৈঠকে একথা বলেন তিনি। গ্যাস রপ্তানিকারক দেশগুলোর ফোরাম জিইসিএফ-এর সপ্তম শীর্ষ সম্মেলনে যোগ দেয়ার পর ইরান ও আলজেরিয়ার প্রতিনিধি দলের এই বৈঠকে বক্তব্য রাখেন প্রেসিডেন্ট রায়িসি।

তিনি বলেন, ইরান এবং আলজেরিয়ার মধ্যে চমৎকার রাজনৈতিক সম্পর্ক এবং ধর্মীয় ও সাংস্কৃতিক অভিন্নতা রয়েছে। এসময় তিনি আরো বলেন, ইরান গুরুত্বপূর্ণ অর্থনৈতিক উন্নতি লাভ করেছে এবং উন্নতমানের শিল্প, কৃষি এবং বৈজ্ঞানিক নানা সামগ্রী উৎপাদন করছে। এ প্রেক্ষাপটে আলজেরিয়ার সাথে ইরানের জ্বালানি, প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং, শিল্প, চিকিৎসা-বিজ্ঞান এবং অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রে জোরদার দ্বিপক্ষীয় সম্পর্ক গড়ে উঠতে পারে।

ইরানি প্রেসিডেন্ট আশা করেন, তার এই সফর দুই দেশের মধ্যকার বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার ক্ষেত্রে টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়াবে।

বলদর্পী ও উপনিবেশবাদি শক্তির বিরুদ্ধে আলজেরিয়ার গৌরবজ্জ্বল লড়াইয়ের প্রশংসা করে প্রেসিডেন্ট রায়িসি বলেন, আঞ্চলিক শান্তি এবং নিরাপত্তা প্রতিষ্ঠার ক্ষেত্রে আলজেরিয়া ইতিবাচক একটি আঞ্চলিক নীতি অনুসরণ করে চলেছে। সন্ত্রাসবাদ-বিরোধী লড়াই এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে মুসলিম উম্মাহর মধ্যে সম্পর্ক জোরদার করার বিষয়ে ইরান ও আলজেরিয়ার অভিন্ন দৃষ্টিভঙ্গি রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।#

পার্সটুডে/এসআইবি/এমএআর/৪

 

 

ট্যাগ