কুদস ফোর্সের কমান্ডারের মন্তব্য
‘প্রতিরোধ ফন্ট এখনো ইসরাইলকে চমকে দিতে পারে’
-
ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র কুদস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কায়ানি
ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র কুদস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কায়ানি বলেছেন, মধ্যপ্রাচ্যের প্রতিরোধ ফ্রন্ট এখনো ইহুদিবাদী ইসরাইলের মোকাবেলা করতে পারে যাতে তারা আরো বেশি সক্ষমতা দেখাতে পারে এবং ইসরাইল বিস্মিত হতে পারে।
তিনি বলেন, গত ৭ অক্টোবর থেকে শুরু করে এ পর্যন্ত প্রতিরোধ যোদ্ধারা তাদের একটি সমন্বিত সক্ষমতা দেখিয়েছে। চলমান যুদ্ধে প্রতিরোধ ফ্রন্ট এখনো তাদের সমস্ত সক্ষমতা প্রদর্শন করেনি। পাশাপাশি তারা এটি প্রমাণ করেছে যে, কেউ তাদেরকে নির্মূল করতে পারবে না।
জেনারেল কায়ানি বলেন, প্রতিরোধ ফ্রন্ট বিশেষ করে গাজার হামাস যোদ্ধারা তাদের নিজেদের বিশ্বাস এবং অস্ত্রের ওপর নির্ভর করে আল-আকসা স্টর্ম অপারেশন পরিচালনার মতো আক্রমণাত্মক পদক্ষেপ নিয়েছে। তিনি বলেন, আঞ্চলিক এই সংগঠনটি বীরত্বের সাথে ইহুদিবাদী ইসরাইলের সেনাদের চ্যালেঞ্জ মোকাবেলা করে চলেছে। ইহুদিবাদীরা গাজায় যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে তা অবশ্যই মেরামত করা যাবে কিন্তু ইসরাইলের সেনারা যে অপমানের মুখে পড়েছে তা ঠিক করার কোনো পথ নেই বলে মন্তব্য করেন জেনারেল কায়ানি।#
পার্সটুডে/এসআইবি/৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।