গাজায় দখলদারদের আগ্রাসন
আশ-শিফা হাসপাতালের যুদ্ধাপরাধ তদন্ত করতে আন্তর্জাতিক সমাজের প্রতি ইরানের আহ্বান
উত্তর গাজার আশ-শিফা হাসপাতালে ইহুদিবাদী ইসরাইলের দখলদার সেনারা যে অপরাধযজ্ঞ চালিয়েছে তার বিরুদ্ধে আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। গতকাল ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি এ আহ্বান জানান।
তিনি বলেন, ইহুদিবাদী ইসরাইলি সেনাদের বর্বর আগ্রাসনের কারণে গত কয়েক দিনে হাসপাতালটিতে ১৮০ জন রোগী ও আটকা পড়া লোকজন শহীদ হয়েছেন। এছাড়া, যে সমস্ত রোগী সেখানে রয়েছেন তারা প্রয়োজনীয় ওষুধপত্র ও খাদ্যের অভাবে মৃত্যু ঝুঁকির মুখে রয়েছেন। ইসরাইলি সেনারা হাসপাতালটিতে কোনো ধরনের খাদ্য ও ওষুধ প্রবেশ করতে দিচ্ছে না বলে জানান নাসের কানয়ানি।
ইরানি মুখপাত্র বলেন, হাসপাতালের ভেতরে আটকা পড়া নারীদের ওপর ইসরাইলের বর্বর সেনারা ধর্ষণ, নির্যাতন ও গণহত্যা চালিয়েছে বলে ভয়াবহ খবর পাওয়া যাচ্ছে।
ইসরাইলের এসব অপরাধযজ্ঞ আন্তর্জাতিক তদন্তের দাবি রাখে বলে জোরালো ভাষায় উল্লেখ করেন নাসের কানয়ানি। তিনি বলেন, দখলদার সেনারা আশ-শিফা হাসপাতালে যে মানবতা লঙ্ঘনকারী অপরাধযজ্ঞ চালিয়েছে তার বিরুদ্ধে কঠোর ভাষায় নিন্দা জানায় ইরান।#
পার্সটুডে/এসআইবি/জিএআর/২৫