গাজা যুদ্ধের সমাপ্তি ইসরাইলের পতনের সূচনা করবে: কানয়ানি
https://parstoday.ir/bn/news/iran-i136388-গাজা_যুদ্ধের_সমাপ্তি_ইসরাইলের_পতনের_সূচনা_করবে_কানয়ানি
বিশ্ব কুদস দিবস উপলক্ষে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি এক বার্তায় গত ৭০ বছর ধরে আমেরিকা ও ব্রিটেনের সর্বাত্মক সমর্থন নিয়ে অবৈধভাবে প্রতিষ্ঠিত ইসরাইল রাষ্ট্রের পরিণতির বিষয়টি তুলে ধরেছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ০৬, ২০২৪ ১৬:৫১ Asia/Dhaka
  • গাজা যুদ্ধের সমাপ্তি ইসরাইলের পতনের সূচনা করবে: কানয়ানি

বিশ্ব কুদস দিবস উপলক্ষে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি এক বার্তায় গত ৭০ বছর ধরে আমেরিকা ও ব্রিটেনের সর্বাত্মক সমর্থন নিয়ে অবৈধভাবে প্রতিষ্ঠিত ইসরাইল রাষ্ট্রের পরিণতির বিষয়টি তুলে ধরেছেন।

তিনি বলেছেন, গত ৬ মাস ধরে একটানা গাজার ঘটনাবলী  থেকে বিশ্বের সামনে ইসরাইলের বর্বরতা ও নৃশংসতার জঘন্যতম চিত্র উন্মোচিত হয়েছে। তিনি বলেন, ইসরাইল সকল মানবাধিকার এবং মানবিয় মূল্যবোধের কোনো রকম তোয়াক্কা না করে আমেরিকা ও ব্রিটেনের সাহায্যে গাজায় ব্যাপক গণহত্যা ও ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ইসরাইল গাজায় মানবতাবিরোধী অপরাধযজ্ঞ চালিয়ে যাওয়ায় বিশ্বজুড়ে ব্যাপক প্রতিবাদ বিক্ষোভের পাশাপাশি অবিলম্বে আগ্রাসন বন্ধ এবং আন্তর্জাতিক সমাজ তাদের নিন্দা জানানোর আহ্বান জানায়। কিন্তু জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এ বিষয়টি উত্থাপিত হলেও আমেরিকার ভেটোর কারণে যুদ্ধ বন্ধ কিংবা  জরুরি পণ্যসামগ্রী পাঠানোর  কাজ বাধাগ্রস্ত হয়।

মুখপাত্র নাসের কানয়ানি আরো বলেছেন, ইসরাইলের সমর্থক বিভিন্ন  সরকার ও সংস্থা যারা ইসরাইলের এই গণহত্যা ও ধ্বংযজ্ঞ চেয়ে চেয়ে দেখছে তাদের এটা জেনে রাখা উচিত যে, তাদের ইচ্ছা ও হিসাব নিকাশকে পাল্টে দিয়ে অসম এই যুদ্ধের পরিসমাপ্তি ইসরাইলের পতরে সূচনা করবে।

একদিকে, সহিংস কর্মকাণ্ড অন্যদিকে পশ্চিমা সরকারের রাজনৈতিক, আর্থিক, সামরিক ও কূটনৈতিক সমর্থন নিয়ে ইসরাইল টিকে আছে।

গত ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরাইলি সেনাদের হামলায় ৩৩ হাজারেরও বেশি ফিলিস্তিনি শহীদ এবং প্রায় ৭৬০০০ জন আহত হয়েছে।#

পার্সটুডে/রেজওয়ান হোসেন/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।