ইরান এই অঞ্চলে স্থিতিশীলতার দ্বীপ
https://parstoday.ir/bn/news/iran-i136436-ইরান_এই_অঞ্চলে_স্থিতিশীলতার_দ্বীপ
ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, সংকটাপন্ন মধ্যপ্রাচ্যে তার দেশ হচ্ছে স্থিতিশীলতা ও নিরাপত্তার দ্বীপ।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
এপ্রিল ০৮, ২০২৪ ১০:০৫ Asia/Dhaka
  • ইরান এই অঞ্চলে স্থিতিশীলতার দ্বীপ

ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, সংকটাপন্ন মধ্যপ্রাচ্যে তার দেশ হচ্ছে স্থিতিশীলতা ও নিরাপত্তার দ্বীপ।

গতকাল (রোববার) ওমানের রাজধানী মাস্কাটে ওমানি পররাষ্ট্রমন্ত্রী সাঈদ বাদর আল-বুসাইদির সঙ্গে এক সংবাদ সম্মেলনে একথা বলেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, কোনো দেশকে ইরানের জাতীয় নিরাপত্তা বিঘ্নিত করার সুযোগ দেয়া হবে না। তিনি আরো জানান, আমেরিকাকে পরিষ্কার করে বার্তা দেয়া হয়েছে যে, গত সোমবার সিরিয়ায় ইরানি কনসুলেন্ট ভবনে ইহুদিবাদী ইসরাইল যে হামলা চালিয়েছে তার দায় মার্কিন সরকার কোনভাবেই এড়াতে পারে না।

আমির আব্দুল্লাহিয়ান বলেন, আঞ্চলিক নিরাপত্তা ও উন্নয়ন জোরদার করার জন্য প্রতিবেশী দেশগুলোর সাথে তেহরান সম্পর্ক আরো বেশি ঘনিষ্ঠ করবে। সাম্প্রতিক বছরগুলোতে ইরানের ওপর থেকে বেশ কিছু নিষেধাজ্ঞা বাতিল করার জন্য ওমান যে ভূমিকা পালন করেছে তার জন্য মাস্কাটকে ধন্যবাদ জানান ইরানি পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ইরান এবং ওমান অর্থনৈতিক ও দ্বিপক্ষীয় সম্পর্ক গভীর করার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ।

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বর্তমানে যে মানবিক সংকট চলছে তার অবসানে ইরান এবং ওমান একই রকমের দৃষ্টিভঙ্গি পোষণ করে এবং একই অবস্থানে রয়েছে বলে উল্লেখ করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান।#

পার্সটুডে/এসআইবি/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।