তেহরান থেকে টরেন্টো ছড়িয়ে পড়েছে আনন্দ-উল্লাস
https://parstoday.ir/bn/news/iran-i136612-তেহরান_থেকে_টরেন্টো_ছড়িয়ে_পড়েছে_আনন্দ_উল্লাস
ইহুদিবাদী ইসরাইলের উপর ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর ইরানের রাজধানী তেহরানের রাস্তায় নেমে দেশটির জনগণ ব্যাপক আনন্দ-উল্লাস ও উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
এপ্রিল ১৪, ২০২৪ ১২:২৫ Asia/Dhaka
  • ইসরাইলে ইরানি হামলা শুরুর পর গত মধ্যরাতে তেহরানের ফিলিস্তিন স্কোয়ারে ইরানি জনগণের আনন্দ-উল্লাস
    ইসরাইলে ইরানি হামলা শুরুর পর গত মধ্যরাতে তেহরানের ফিলিস্তিন স্কোয়ারে ইরানি জনগণের আনন্দ-উল্লাস

ইহুদিবাদী ইসরাইলের উপর ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর ইরানের রাজধানী তেহরানের রাস্তায় নেমে দেশটির জনগণ ব্যাপক আনন্দ-উল্লাস ও উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

একইভাবে উচ্ছ্বাস প্রকাশ করেছেন কানাডার টরেন্টো শহরের বাসিন্দারা, তেমনি উচ্ছ্বাস প্রকাশ করেছেন ইসরাইল অধিকৃত জেরুজালেম শহরের আরব বাসিন্দারা। 

গতকাল (শনিবার) রাতে হামলা শুরুর পর পরই ইরানের জনগণ রাজধানী তেহরানের ফিলিস্তিন স্কয়ার এবং তেহরান বিশ্ববিদ্যালয়ের সামনে প্রশস্ত রাস্তায় জড়ো হন। এ সময় তারা জাতীয় পতাকা নিয়ে অনেকটা নেচে-গেয়ে আনন্দ-উচ্ছ্বাস প্রকাশ করেন এবং আইআরজিসি-কে সমর্থন জানিয়ে নানা স্লোগান দেন। আনন্দ-উল্লাসে অংশ নেয়া এক ইরানি নাগরিক প্রেস টিভিকে জানান, “ক্রিমিনাল ও শিশু হত্যাকারী ইসরাইলের বিরুদ্ধে চূড়ান্ত জবাব দেয়ায় আমি সত্যিই বিপ্লবী গার্ড বাহিনী নিয়ে গর্বিত।”

একই ধরনের আনন্দ-উল্লাস প্রকাশ করা হয়েছে ইরানের পবিত্র মাশহাদ নগরীর ইমাম রেজা (আ)-এর মাজারের সামনে।

ইরানি হামলার পর ফিলিস্তিনের আল-আকসা মসজিদের সামনে আনন্দ মিছিল ও সমাবেশ হয়েছে। এছাড়া, ফিলিস্তিনপন্থী লোকজন কানাডার টরেন্টো শহরে মিছিল সমাবেশ করেছেন। সেখানে তারা বিভিন্ন রকম আতশবাজি এবং বেলুন ও ব্যানার ফেস্টুন নিয়ে মিছিল করেন।#

পার্সটুডে/এসআইবি/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন