অপারেশন ট্রু প্রমিজ ইসরাইলের জন্য কৌশলগত পরাজয় ডেকে এনেছে
https://parstoday.ir/bn/news/iran-i136734-অপারেশন_ট্রু_প্রমিজ_ইসরাইলের_জন্য_কৌশলগত_পরাজয়_ডেকে_এনেছে
ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি যে প্রতিশোধমূলক হামলা চালিয়েছে তার মাধ্যমে দখলদারদের জন্য শুধু কৌশলগত পরাজয়ই হয়নি বরং তেল আবিবের জন্য বিপর্যয় ডেকে এনেছে। এতে আঞ্চলিক যেসব দেশ ইসরাইলের সাথে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা করতে চেয়েছিল তারা নিরুৎসাহিত হবে। 
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
এপ্রিল ১৭, ২০২৪ ২০:৩৪ Asia/Dhaka
  • অপারেশন ট্রু প্রমিজ ইসরাইলের জন্য কৌশলগত পরাজয় ডেকে এনেছে

ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি যে প্রতিশোধমূলক হামলা চালিয়েছে তার মাধ্যমে দখলদারদের জন্য শুধু কৌশলগত পরাজয়ই হয়নি বরং তেল আবিবের জন্য বিপর্যয় ডেকে এনেছে। এতে আঞ্চলিক যেসব দেশ ইসরাইলের সাথে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা করতে চেয়েছিল তারা নিরুৎসাহিত হবে। 

প্রেসিডেন্ট রায়িসি বলেন, ইহুদিবাদী ইসরাইলের পরাজয় ছিল গোয়েন্দা, নিরাপত্তা এবং সামরিক দিক দিয়ে। তবে সর্বোপরি এই হামলা ছিল তাদের জন্য কৌশলগত বিপর্যয়। কিছু দেশ ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে চেয়েছিল কিন্তু তারা নিজেরাই এখন নিজেদের জনগণের দৃষ্টিতে অপমানিত। এটা ইসরাইলের জন্য কৌশলগত ব্যর্থতা। 

আজ (বুধবার) ইরানের জাতীয় সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেছেন প্রেসিডেন্ট রায়িসি। দিবসটি উপলক্ষে ইরানের সশস্ত্র বাহিনীর বিভিন্ন শাখা সামরিক কুচকাওয়াজ এবং অস্ত্র প্রদর্শনীর আয়োজন করে।

প্রেসিডেন্ট রায়িসি বলেন, আমাদের সশস্ত্র বাহিনী পুরো অঞ্চলে নিরাপত্তা শান্তি এবং সার্বভৌমত্ব নিশ্চিত করেছে এবং তারা সম্পূর্ণভাবে নির্ভরযোগ্য। তিনি বিদেশি শক্তির ওপর নির্ভর না করে নিজেদের সক্ষমতার ওপর নির্ভর করার জন্য আঞ্চলিক ও মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, ইরান অপারেশন ট্রু প্রমিজের মাধ্যমে ইসরাইলের অপরাজেয় থাকার মিথ ভেঙে দিয়েছে এবং প্রমাণ করেছে দখলদার এই শক্তি মাকড়সার জালের মতো।#

পার্সটুডে/এসআইবি/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন