এপ্রিল ২০, ২০২৪ ১৯:৫২ Asia/Dhaka
  • ‘ইরানি হামলার প্রতিক্রিয়া দেখানোর জন্য ইস্ফাহানে কোনো হামলা হয়নি’

ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, তার দেশের প্রতিশোধমূলক হামলার জবাবে ইহুদিবাদী ইসরাইলের পক্ষ থেকে ইস্পাহানে কোনো হামলার ঘটনা ঘটেনি।

মার্কিন টেলিভিশন চ্যানেল এনবিসি নিউজকে গতকাল (শুক্রবার) তিনি এক সাক্ষাৎকারে কিছুটা কৌতুক করে বলেন, “বৃহস্পতিবার রাতে ইস্পাহানে যা ঘটেছে সেটা কোনো হামলা ছিল না, প্রকৃতপক্ষে এগুলো নিয়ে আমাদের শিশুরা খেলা করে, এগুলো কোনো ড্রোন ছিল না।” তিনি আরো বলেন, “আমাদের কাছে এমন কোনো প্রমাণ নেই যা থেকে বলা যাবে যে, ওই ঘটনার সাথে ইসরাইলের কোনো সম্পর্ক আছে। বিষয়টি নিয়ে ইরান তদন্ত করছে এবং এ ব্যাপারে গণমাধ্যমে যে জল্পনা ছড়ানো হয়েছে তা সঠিক নয়।” 

নিউ ইয়র্ক সফররত আমির আব্দুল্লাহিয়ান গুরুত্ব দিয়ে বলেন, “যতক্ষণ পর্যন্ত ইহুদিবাদী ইসরাইলের পক্ষ থেকে আমাদের স্বার্থে কোনো আঘাত হানা না হবে, ততক্ষণ আমরা নতুন কোনো প্রতিক্রিয়া দেখাতে যাব না।”

তিনি সুস্পষ্ট করে বলেন, “যদি ইসরাইল চূড়ান্তভাবে আমাদের দেশের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেই এবং সেটা আমাদের কাছে প্রমাণ হয় তাহলে আমাদের জবাব হবে তাৎক্ষণিক এবং সর্বোচ্চ পর্যায়ের যা ইসরাইলকে অনুতপ্ত হতে বাধ্য করবে।”

২০২৪ সালের মার্কিন নির্বাচন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে আমির আব্দুল্লাহিয়ান বলেন, “আমেরিকার কাছে ডেমোক্র্যাট এবং রিপাবলিকান দুই দলের মধ্যে কোনো বিশেষ পার্থক্য নেই। বরং ইরান আমেরিকার আচরণের ভিত্তিতে বাস্তবতা বিচার করবে। যদি তাদের আচরণ হয় হস্তক্ষেপ-বিরোধী, ইরানি জনগণের প্রতি তারা যদি সম্মান দেখাতে পারে এবং ইরানের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি শ্রদ্ধা দেখায়, তাহলে আমেরিকার জনগণের পছন্দের প্রতি সম্মান জানাবে ইরান।#

পার্সটুডে/এসআইবি/২০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন

 

 

ট্যাগ