ইরানের সশস্ত্র বাহিনী জাতির সবচেয়ে শক্তিশালী অস্ত্র: আহমাদ খাতামি
(last modified Fri, 26 Apr 2024 13:05:32 GMT )
এপ্রিল ২৬, ২০২৪ ১৯:০৫ Asia/Dhaka
  • সাইয়্যেদ আহমাদ খাতামি
    সাইয়্যেদ আহমাদ খাতামি

তেহরানে জুমার নামাজের খতিব বলেছেন: ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী জাতির শক্তিশালী অস্ত্র এবং ধর্মের সম্মান ও মর্যাদার উৎস।

বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে ইসলামী প্রজাতন্ত্র ইরান প্রতিশোধমূলক যে হামলা চালিয়েছে তা ছিল একটি আগ্রাসনের শাস্তি। যদি তারা ওই ভুলের পুনরাবৃত্তি করে তাহলে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে ইরানের 'সত্য প্রতিশ্রুতি' নামক প্রতিশোধমূলক হামলার প্রসঙ্গ টেনে জনাব খাতামি এসব কথা বলেন। তিনি আরও বলেন: ওই অভিযানে শত্রুরা ভালভাবেই বুঝতে পেরেছে যে ইরান যে স্লোগান দেয় তা বাস্তবে প্রমাণ করে দেখায়। ওই অভিযানে ইরানী সশস্ত্র বাহিনী ইসরাইলের কেবলমাত্র সেইসব ঘাঁটিকেই লক্ষ্যবস্তু করেছে যেসব ঘাঁটি থেকে সিরিয়ার দামেস্কে অবস্থিত ইরানি দূতাবাসে হামলা চালানো হয়েছিল।#

পার্সটুডে/এনএম/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।