যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনপন্থি আন্দোলনকারীদের বিরুদ্ধে নৃশংসতার নিন্দা জানাল ইরান
(last modified Sun, 28 Apr 2024 03:54:06 GMT )
এপ্রিল ২৮, ২০২৪ ০৯:৫৪ Asia/Dhaka
  • যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনপন্থি আন্দোলনকারীদের বিরুদ্ধে নৃশংসতার নিন্দা জানাল ইরান

মার্কিন যুক্তরাষ্ট্রের বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোর ক্যাম্পাসজুড়ে ছড়িয়ে পড়া ফিলিস্তিনপন্থি আন্দোলনকারীদের বিরুদ্ধে বলপ্রয়োগের তীব্র নিন্দা জানিয়েছে ইরান। তেহরান বলেছে, সহিংস উপায় বিক্ষোভ দমন করার যে নীতি গ্রহণ করা হয়েছে তার মাধ্যমে শিক্ষার্থীদের দমিয়ে রাখা যাবে না।

জেনেভায় জাতিসংঘের সদরদপ্তরগুলোতে নিযুক্ত ইরানের স্থায়ী মিশন সামাজিক মাধ্যম এক্স-এ প্রকাশিত এক পোস্টে এ মন্তব্য করেছে।

এতে বলা হয়েছে, “মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে ব্যাপকভাবে ছড়িয়ে পড়া ফিলিস্তিনপন্থি শান্তিপূর্ণ আন্দোলনকে যেভাবে সহিংস ও নৃশংস পন্থায় দমন করা হচ্ছে আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি। গাজার ওপর চাপি দেয়া গণহত্যামূলক যুদ্ধ বন্ধের দাবিতে যারা শান্তিপূর্ণ আন্দোলন করছেন তাদের বিরুদ্ধে পুলিশের নৃশংস আচরণ ও বলপ্রয়োগ গভীর উদ্বেগ সৃষ্টি করেছে।”

জেনেভার ইরানি মিশনের পোস্টে আরো বলা হয়েছে, “আন্দোলনকারীরা তাদের নাম ভাঙিয়ে মার্কিন সরকার গাজা গণহত্যায় যে সাহায্য করে যাচ্ছে তার অবসান চায়। কিন্তু শান্তিপূর্ণ আন্দোলনকারীদের মারধর কিংবা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করে তাদেরকে দমিয়ে রাখা যাবে না।”

ইরানের কূটনৈতিক মিশন যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে আন্দোলনরত শিক্ষার্থী ও শিক্ষকদের বিরুদ্ধে নিপীড়নমূলক পদক্ষেপ বন্ধ ও আটক শত শত শিক্ষার্থীকে অবিলম্বে মুক্তি দেয়ার আহ্বান জানিয়েছে।#

পার্সটুডে/এমএমআই/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ