'ইরান ড্রোন ও ক্ষেপণাস্ত্রের সাহায্যে জটিলতম হামলা চালানোর সক্ষমতা প্রদর্শন করেছে'
https://parstoday.ir/bn/news/iran-i137256
ইরানের রাজধানী তেহরানের জুমার নামাজের খতিব হুজ্জাতুল ইসলাম মুহাম্মাদ হাসান আবু তোরাবিফার্দ বলেছেন, ইরান দখলদার ইসরাইলের বিরুদ্ধে 'ট্রু প্রমিজ' বা 'সত্য প্রতিশ্রুতি' অভিযানের মাধ্যমে ড্রোন ও ক্ষেপান্ত্রের সাহায্যে জটিলতম ও সর্বাধুনিক হামলা পরিচালনার সক্ষমতা প্রদর্শন করেছে। অত্যন্ত নিখুঁতভাবে এই অভিযান পরিচালনা করা হয়েছে বলে তিনি জানান।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মে ০৩, ২০২৪ ১৯:২৫ Asia/Dhaka
  • আবু তোরাবিফার্দ
    আবু তোরাবিফার্দ

ইরানের রাজধানী তেহরানের জুমার নামাজের খতিব হুজ্জাতুল ইসলাম মুহাম্মাদ হাসান আবু তোরাবিফার্দ বলেছেন, ইরান দখলদার ইসরাইলের বিরুদ্ধে 'ট্রু প্রমিজ' বা 'সত্য প্রতিশ্রুতি' অভিযানের মাধ্যমে ড্রোন ও ক্ষেপান্ত্রের সাহায্যে জটিলতম ও সর্বাধুনিক হামলা পরিচালনার সক্ষমতা প্রদর্শন করেছে। অত্যন্ত নিখুঁতভাবে এই অভিযান পরিচালনা করা হয়েছে বলে তিনি জানান।

আজ তেহরানে জুমার নামাজের খুতবায় তিনি এসব কথা বলেন। ইরানের প্রভাবশালী এই আলেম বলেন, এখানে দুটি ভিন্ন দৃষ্টিকোণ তুলে ধরছি। ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র কমান্ডার স্পষ্ট করে বলেছেন, ইসরাইলের বিরুদ্ধে হামলা আরও বিস্তৃত আকারে হতে পারত, কিন্তু ইসরাইল যেরকম ঠিক সেরকম পর্যায়ের একটা সীমিত আকারের হামলা চালানো হয়েছে। অন্যদিকে সামরিক বিশ্লেষকরা এই হামলার নানা দিক বিশ্লেষণের পর বলছেন, এটা সত্যিকার অর্থে বিস্তৃত হামলা ছিল। কারণ বিশ্লেষকেরা এই অভিযানকে আঞ্চলিক রাজনৈতিক ও সামরিক সমীকরণে মৌলিক পরিবর্তন সৃষ্টিকারী পদক্ষেপ হিসেবে সংজ্ঞায়িত করছেন।

হুজ্জাতুল ইসলাম মুহাম্মাদ হাসান আবু তোরাবিফার্দ আরও বলেন, ইহুদিবাদী ইসরাইল, আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্স এবং তাদের সাথে জোটবদ্ধ দেশগুলো সর্বশক্তি নিয়োগ করলেও ইরান তার শক্তি ও সক্ষমতার খুব সামান্যই ব্যবহার করেছে। কৌশলগত দিক থেকে এই হামলার বিস্তৃত প্রভাব রয়েছে বলে তিনি মন্তব্য করেন।

সিরিয়ায় ইরানি দূতাবাসে ইসরাইলি হামলার প্রতিশোধ হিসেবে গত ১৪ এপ্রিল দখলদার ইহুদিবাদী ইসরাইলে শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্রের সাহায্যে হামলা চালায় তেহরান।#

পার্সটুডে/এসএ/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।