জুন ১৬, ২০২৪ ১৯:৩৮ Asia/Dhaka
  • ইরানের অভ্যন্তরে সন্ত্রাসী গোষ্ঠীর অনুপ্রবেশের ব্যর্থ প্রচেষ্টা

পার্সটুডে-একটি সন্ত্রাসী গোষ্ঠীর সাথে ইরানের সীমান্তরক্ষী বাহিনীর সশস্ত্র সংঘর্ষের ঘটনায় ২ সন্ত্রাসীর মৃত্যু হয়েছে। সংঘর্ষে সন্ত্রাসী গোষ্ঠীর আরও ১ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানানো হয়েছে। ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান ও বেলুচিস্তান প্রদেশের সারাভন উপশহরে ওই সংঘর্ষের ঘটনা ঘটে।

ইরানের পুলিশ কমান্ডের সীমান্তরক্ষী কমান্ডার আহমদ আলী গুদারজি আরও বলেছেন: সীমান্তের জিরো পয়েন্টে অবস্থানরত সারাভন সীমান্ত রেজিমেন্টের রক্ষীরা বুদ্ধিমত্তা ও দক্ষতার সাথে অপটিক্যাল স্মার্ট সরঞ্জাম ব্যবহার করে সন্ত্রাসী গোষ্ঠীর গতিবিধি পর্যবেক্ষণ করে। ওই গোষ্ঠিটি ইরানের অভ্যন্তরে নাশকতামূলক কর্মকাণ্ডের টার্গেট নিয়ে সীমান্তের জিরো পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করার চেষ্টা করেছিল।

সামরিক কর্মকর্তা গুদারজি আরও বলেন: সীমান্তরক্ষীরা অভিযানের প্রস্তুতি নিয়েই  সন্ত্রাসী গোষ্ঠীর সাথে সংঘর্ষে লিপ্ত হয়। ওই সংঘর্ষে সন্ত্রাসী দলের ২ সদস্য নিহত হয় এবং তাদের একজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃত ওই সন্ত্রাসীর স্বীকারোক্তি অনুযায়ী তারা আনসারুল ফোরকান গ্রুপের সদস্য। বেশ কিছু অস্ত্রশস্ত্র তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে।

ইরানের পুলিশ কমান্ডের সীমান্তরক্ষী বাহিনীর কমান্ডার জানিয়েছেন, গত শুক্রবার রাতেও সারাভান বর্ডার রেজিমেন্টের সীমান্তরক্ষীরা একই এলাকায় অপর একটি সন্ত্রাসী গোষ্ঠীর সাথে সংঘর্ষে লিপ্ত হয়। ওই সংঘর্ষে সন্ত্রাসী গোষ্ঠিটির ওপর মারাত্মক আঘাত হানা হয়েছে।#

পার্সটুডে/এনএম/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন

ট্যাগ