ইউরোপের ইসলামী ছাত্র সংস্থাগুলোর কাছে পাঠানো বার্তায় ইমাম খামেনেয়ি
পশ্চিমা লিবারেল ডেমোক্রেসির অক্ষমতা ও ব্যর্থতা স্পষ্ট
ইউরোপের ইসলামী ছাত্র সংস্থাগুলোর কাছে পাঠানো বার্তায় ইমাম খামেনেয়ি বর্তমান বিশ্বের জটিল পরিস্থিতির দিকে ইঙ্গিত করে বড় বড় নানা সংকটে ইমান, আত্মবিশ্বাস ও অনুপ্রেরণায় উদ্বুদ্ধ এইসব ছাত্র সমিতির গুরুত্বপূর্ণ প্রভাব ও ভূমিকার ওপর জোর দিয়েছেন।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ির এ সংক্রান্ত বার্তা এখানে তুলে ধরা হল:
পরম করুণাময় ও অশেষ দাতা আল্লাহর নামে (শুরু করছি)
প্রিয় ছাত্ররা! তোমাদের সুনামধন্য ও সুপ্রতিষ্ঠিত ইউনিয়ন এবং এর অব্যাহত নানা তৎপরতা আনন্দদায়ক সংবাদতুল্য। তোমাদের এই সামষ্টিক উপস্থিতি নিজ শক্তি-সামর্থ্যের পরিমাণের আলোকে বিশ্বের বর্তমান কঠিন সংকটগুলোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বড় বড় বিষয়ে প্রভাব রাখা যে কোনো সংখ্যা ও দাবির চেয়েও কর্মীদের অনুপ্রেরণা, ইমান ও আত্মবিশ্বাসের ওপর নির্ভরশীল। আর মহান আল্লাহর প্রতি শোকর যে এই মূল্যবান পুঁজি ইরানের বিপ্লবী ও মুমিন যুবকদের মধ্যে রয়েছে এবং তা দৃশ্যমান।
গুরুত্বপূর্ণ বিষয় বা ইস্যু এবং বিশ্বের নতুন ও পুরনো নানা ক্ষতকে চেনা উচিত। এসবের মধ্যে সবচেয়ে নতুন জখম হল গাজার নজিরবিহীন বিপর্যয়। আর এসবের মধ্যে সবচেয়ে বড় ক্ষত হল পাশ্চাত্যের নৈতিক, রাজনৈতিক ও সামাজিক ব্যর্থতা। এসবের মধ্যে সবচেয়ে শিক্ষামূলক ক্ষত হল লিবারেল ডেমোক্রেসির ব্যর্থতা ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠায় কথিত এই গণতন্ত্রের দাবিদারদের ব্যর্থতা এবং অর্থনৈতিক ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় তাদের মৃত্যুতুল্য উদাসীনতা।
ক্ষীণ হলেও গণ-প্রতিবাদের বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপের ছাত্রদের আশাব্যঞ্জক আন্দোলনের অগ্নিশিখাও বর্তমান সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু। পশ্চিমা এশিয়া অঞ্চল ও আমাদের প্রিয় দেশও নানা ধরনের বড় ও ছোট সমস্যার মুখোমুখি। এসবই তোমাদের ইউনিয়নের মত বরকতময় ও পবিত্র সংস্থাগুলোর চিন্তাধারা, কাজ ও উদ্যোগের জন্য পটভূমিস্বরূপ।
মহাশক্তিধর ও মহাপ্রজ্ঞাবান আল্লাহর কাছে তোমাদের সার্বিক সাফল্য কামনা করছি।
সাইয়্যেদ আলী খামেনেয়ী
১৫-০৪-১৪০৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন