'নাসরুল্লাহর চিন্তা-দর্শন' বিষয়ক আন্তর্জাতিক সেমিনারে কায়ানি, কলিবফ ও আরাকচির ছবি
(last modified Sun, 10 Nov 2024 12:07:03 GMT )
নভেম্বর ১০, ২০২৪ ১৮:০৭ Asia/Dhaka
  • \'নাসরুল্লাহর চিন্তা-দর্শন\' বিষয়ক আন্তর্জাতিক সেমিনারে ইরানের কৌশল বিষয়ক  ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ জাওয়াদ জারিফের বক্তৃতা
    \'নাসরুল্লাহর চিন্তা-দর্শন\' বিষয়ক আন্তর্জাতিক সেমিনারে ইরানের কৌশল বিষয়ক ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ জাওয়াদ জারিফের বক্তৃতা

পার্সটুডে-শনিবার তেহরানের এক সম্মেলনে হলে একদল ইরানী কর্মকর্তা ও বিভিন্ন দেশের বিশেষজ্ঞদের উপস্থিতিতে "সৈয়দ হাসান নাসরুল্লাহ" এর শাহাদাতের ৪০তম দিবস পালনের একই সময়ে 'নাসরুল্লাহর চিন্তা-দর্শনের' উপর আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

পার্সটুডের এই প্রতিবেদনে, আপনি তেহরানে অনুষ্ঠিত নাসরুল্লাহ বিষয়ক এই আন্তর্জাতিক সেমিনারের কিছু চিত্র দেখতে পারেন:

লেবানন, ইরাক, বাহরাইন, মিশর, কুয়েত, তুরস্ক, ভারত, মালয়েশিয়া, আলজেরিয়া এবং তিউনিসিয়াসহ ১৩টি দেশের বিশেষজ্ঞরা 'নাসরুল্লাহর চিন্তা-দর্শন' বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেন

এই সেমিনারে শহীদ নাসরুল্লাহর বিভিন্ন বুদ্ধিবৃত্তিক জ্ঞান ও চিন্তা-দর্শনের ধরণ এবং সেইসাথে বিশ্ব সাম্রাজ্যবাদী শক্তি ও ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসনের মোকাবেলায় তার বলিষ্ঠ রাজনৈতিক ভূমিকার বিষয়টি সবচেয়ে গুরুত্ব পায়।

'নাসরুল্লাহর চিন্তা-দর্শনের' উপর আন্তর্জাতিক সেমিনারে ইরানের সামরিক ও রাষ্ট্রীয় কর্মকর্তাদের উপস্থিতির চিত্র

'নাসরুল্লাহর চিন্তা-দর্শনের' উপর আন্তর্জাতিক সেমিনারে ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাকের কলিবফ, ইরানের বিচার বিভাগের প্রধান হুজ্জাতুল ইসলাম গোলাম হোসেইন মোহসেনি আজেহী, সমগ্র ইরানের সেমিনারগুলোর পরিচালক আয়াতুল্লাহ আরাফি, ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কায়ানি, ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির কুদস ফোর্সের কমান্ডার, ইরানের সংস্কৃতি ও ইসলামিক দিকনির্দেশনা মন্ত্রী সাইয়্যেদ আব্বাস সালেহি, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, ইরানের কৌশলগত ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ জাওয়াদ জারিফ এবং ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন বিষয়ক কমিটির প্রধান হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন জনাব আখতারি উপস্থিত ছিলেন।

ডান দিক থেকে: ইরানের পররাষ্ট্র মন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি, ইরানের কৌশলগত ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ জাওয়াদ জারিফ, আইআরজিসি কুদস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কায়ানি এবং ইরানের সংসদের স্পিকার মোহাম্মদ বাকের কলিবফ - ছবি: ইসনা

 

 'নাসরুল্লাহর চিন্তা-দর্শনের' উপর আন্তর্জাতিক সেমিনারে ১৩টি দেশের বিশেষজ্ঞদের উপস্থিতির ছবি - ছবি: IRNA

বিশ্বের ১৩টি দেশের বিশেষজ্ঞরা তেহরানের এই আন্তর্জাতিক সম্মেলনে সাইয়্যেদ হাসান নাসরুল্লাহর প্রতিরোধকামী জীবনের বিভিন্ন দিক নিয়ে এবং ইহুদিবাদী শাসনের বিরুদ্ধে মুসলিম বিশ্বের ঐক্য ও সংহতির প্রয়োজনীয়তা সম্পর্কে বক্তব্য রাখেন।

 

ইয়েমেনি জনগণের প্রতিরোধ ও রুখে দাঁড়াবার প্রতীক ইয়েমেনিদের পোশাকের অংশ হচ্ছে, ইয়েমেনি ছুরি - ছবি: ইসনা

'নাসরুল্লাহর চিন্তা-দর্শনের' উপর আন্তর্জাতিক সেমিনারের মূল বিষয়বস্তু ছিল সাইয়্যেদ হাসান নাসরুল্লাহর বিভিন্ন বুদ্ধিবৃত্তিক জ্ঞান, ব্যক্তিগত নানা দিক এবং রাজনৈতিক প্রজ্ঞার অনুসন্ধান। এ ছাড়া, তাঁর বৈজ্ঞানিক ও আধ্যাত্মিক ব্যক্তিত্ব,  নতুন ইসলামি সভ্যতা নিয়ে তার দৃষ্টিভঙ্গি এবং বিভিন্ন ইস্যুতে তার মূল্যবান বক্তৃতামালা নিয়েও আলোচনা হয়েছে। নাসরুল্লাহর "প্রতিরোধের কৌশল, জিহাদ এবং ইসরাইল ও সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই, বেলায়েতে ফকিহর নেতৃত্বের প্রতি তার আনুগত্যের বিষয়টিও এই সেমিনারের আলোচ্য বিষয় ছিল।

 'নাসরুল্লাহর চিন্তা-দর্শনের' উপর আন্তর্জাতিক সেমিনারে ইয়েমেনি বিশেষজ্ঞের উপস্থিতি

ইয়েমেনি লেখক ও আলোচক "আলি শরফ আল-মাহতুরি" এই সেমিনারে বলেছেন: সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ একজন মহান ব্যক্তি ছিলেন, তিনি মুসলিম উম্মাহর শহীদদের নেতা। ইয়েমেনিরা গাজা ও লেবাননের জনগণের পাশে দাঁড়িয়েছে।

সেমিনারে নারীদের উপস্থিতি

 

 প্রতিরোধের সমর্থনে একজন ইরাকি চিন্তাবিদের মুষ্টিবদ্ধ হাত

ইরাকি চিন্তাবিদ "শেখ আব্দুল লতিফ আল-হামিম" 'নাসরুল্লাহর চিন্তা-দর্শনের' উপর আন্তর্জাতিক সেমিনারের বলেছেন: শহীদ নাসরুল্লাহ ছিলেন এমন একজন মহান ব্যক্তি যাকে আমরা প্রতি এক শ' বছরে একবার তাঁর মতো কাউকে দেখতে পাব। তিনি প্রতিরোধের মডেল এবং ভবিষ্যত প্রজন্ম তাকে মনে রাখবে।

 সেমিনারে অংশগ্রহণকারীদের একজন ইরানের কুদস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কায়ানির ব্যাপক প্রশংসা করে তার কপালে চুম্বন দিচ্ছেন
সেমিনারে অংশগ্রহণকারীদের একজনের বাহুতে ব্রিগেডিয়ার জেনারেল কায়ানি
 ব্রিগেডিয়ার জেনারেল কায়ানিকে সেমিনারে অংশগ্রহণকারীরা ব্যাপকভাবে স্বাগত জানায়

 

পার্সটুডে/রেজওয়ান হোসেন/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।