এশিয়ান স্কুল দাবা চ্যাম্পিয়নশিপে ইরানি শিক্ষার্থীদের ২টি রৌপ্যসহ ৪ টি পদক লাভ
(last modified Tue, 10 Dec 2024 13:05:23 GMT )
ডিসেম্বর ১০, ২০২৪ ১৯:০৫ Asia/Dhaka
  • এশিয়ান স্কুল দাবা চ্যাম্পিয়নশিপ: রৌপ্য ও ব্রোঞ্জপদক জিতেছেন ইরানের প্রতিযোগিরা
    এশিয়ান স্কুল দাবা চ্যাম্পিয়নশিপ: রৌপ্য ও ব্রোঞ্জপদক জিতেছেন ইরানের প্রতিযোগিরা

পার্সটুডে- এশিয়ান স্কুল দাবা চ্যাম্পিয়নশিপের দ্রুত বিভাগে ইরানের প্রতিযোগি একটি রৌপ্যপদক জিতেছেন।

থাইল্যান্ডে অনুষ্ঠিত এশিয়ান স্কুল দাবা চ্যাম্পিয়নশিপের দ্রুত বিভাগে ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রতিযোগি রামতিন কাকাভান্দ রৌপ্যপদক জিতেছেন।

পার্সটুডের খবরে বলা হয়েছে, এর আগে ইরানের প্রতিনিধিরা প্রতিযোগিতার স্ট্যান্ডার্ড বিভাগে একটি রৌপ্যপদক এবং ২ টি ব্রোঞ্জপদক জিতেছিল।

এশিয়ান স্কুল দাবা চ্যাম্পিয়নশিপে স্ট্যান্ডার্ড বিভাগে, ফাইড(FIDE) মাস্টার রামতিন কাকাভান্দ অনূর্ধ্ব ১১ বিভাগে রৌপ্যপদক জিতেছেন। ইরানের আরেক প্রতিনিধি রোশা আকবরী অনূর্ধ্ব ১৩ বিভাগে ব্রোঞ্জপদক জিতেছেন।

অনূর্ধ্ব ১৫ বিভাগে ইসলামি ইরানের প্রতিনিধি  নুশা মোহাম্মদী  প্রতিযোগিতায় ব্রোঞ্জ পদকও জিতেছেন।#

পার্সটুডে/জিএআর/১০