ইরানে জ্ঞানভিত্তিক এবং প্রযুক্তিগত পণ্যের উৎপাদন ৩০ শতাংশ বৃদ্ধি
https://parstoday.ir/bn/news/iran-i144856-ইরানে_জ্ঞানভিত্তিক_এবং_প্রযুক্তিগত_পণ্যের_উৎপাদন_৩০_শতাংশ_বৃদ্ধি
পার্স টুডে- ইরানে জ্ঞানভিত্তিক এবং প্রযুক্তিগত পণ্যের উৎপাদন ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন দেশটির বিজ্ঞান, গবেষণা ও প্রযুক্তিমন্ত্রী হোসেইন সিময়ী সাররাফ।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
ডিসেম্বর ১৪, ২০২৪ ১৭:৩৭ Asia/Dhaka
  • ইরানে জ্ঞানভিত্তিক এবং প্রযুক্তিগত পণ্যের উৎপাদন ৩০ শতাংশ বৃদ্ধি

পার্স টুডে- ইরানে জ্ঞানভিত্তিক এবং প্রযুক্তিগত পণ্যের উৎপাদন ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন দেশটির বিজ্ঞান, গবেষণা ও প্রযুক্তিমন্ত্রী হোসেইন সিময়ী সাররাফ।

গবেষণা এবং প্রযুক্তিগত সাফল্যবিষয়ক ২৫তম প্রদর্শনীর উদ্বোধনের ফাঁকে তিনি এ তথ্য জানান। হোসেইন সিময়ী সাররাফ বলেন, "এই প্রদর্শনীটি ইরানের উন্নত এবং অগ্রসরমান অর্জনগুলো উপস্থাপন ও প্রদর্শনের মাধ্যমে আমাদের জাতীয় গর্ব বৃদ্ধি করেছে। " ইরান স্টুডেন্টস নিউজ এজেন্সি'র (আইএসএনএ) উদ্ধৃতি দিয়ে পার্স টুডে এ তথ্য জানিয়েছে।

ইরানের বিজ্ঞান, গবেষণা ও প্রযুক্তিমন্ত্রী আরও বলেন, জ্ঞানভিত্তিক কার্যক্রমের মাধ্যমে ইরান কাঁচামাল রপ্তানির পর এখন প্রযুক্তিগত পণ্য উৎপাদন করছে যা একটি সন্তুষ্টির জায়গা।

তেহরান আন্তর্জাতিক প্রদর্শনী কেন্দ্রে শুক্রবার থেকে 'সরঞ্জাম, পরীক্ষাগার সামগ্রী এবং উন্নত পরীক্ষা-পরীক্ষা' বিষয়ক ১২তম প্রদর্শনী শুরু হয়েছে এবং তা চার দিন  দর্শণার্থীদের জন্য খোলা থাকবে।

ইরানে ল্যাবরেটরি সরঞ্জাম উৎপাদনকারী ২৭৮টি জ্ঞানভিত্তিক এবং প্রযুক্তিগত সংস্থার প্রস্তাবিত পণ্যগুলো ১৪টি ক্ষেত্রে শ্রেণীবদ্ধ করা হয়েছে। যেমন- তেল, গ্যাস, পেট্রোকেমিক্যাল, বিদ্যুৎ, ইলেকট্রনিক্স, সফ্টওয়্যার ও সিমুলেটর, নাগরিক ও নির্মাণ ইত্যাদি।#

পার্সটুডে/এমএআর/১৪