ফ্রান্সে ২ ইরানি নাগরিকের হত্যাকাণ্ডে দেশটির সরকারের জবাবদিহিতা চায় ইরান
https://parstoday.ir/bn/news/iran-i145220-ফ্রান্সে_২_ইরানি_নাগরিকের_হত্যাকাণ্ডে_দেশটির_সরকারের_জবাবদিহিতা_চায়_ইরান
পার্সটুডে: ফ্রান্সে দুই ইরানি নাগরিককে হত্যার প্রতিক্রিয়ায় ইসলামি প্রজাতন্ত্র ইরানের মানবাধিকার বিষয়ক সদর দপ্তর ফ্রান্স সরকারের জবাবদিহিতা চেয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ডিসেম্বর ২৫, ২০২৪ ১৬:৪৯ Asia/Dhaka
  • ফ্রান্সে ২ ইরানি নাগরিকের হত্যাকাণ্ডে দেশটির সরকারের জবাবদিহিতা চায় ইরান

পার্সটুডে: ফ্রান্সে দুই ইরানি নাগরিককে হত্যার প্রতিক্রিয়ায় ইসলামি প্রজাতন্ত্র ইরানের মানবাধিকার বিষয়ক সদর দপ্তর ফ্রান্স সরকারের জবাবদিহিতা চেয়েছে।

ইসলামি প্রজাতন্ত্র ইরানের মানবাধিকার সদর দপ্তর ফ্রান্সে বর্ণবাদী কর্মকাণ্ডে ঘৃণা প্রকাশ করে এবং ফ্রান্সে দুই ইরানি নাগরিককে হত্যার নিন্দা জানিয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে। বিবৃতিতে বলা হয়েছে, দুই ইরানি নাগরিককে হত্যার জন্য ফরাসি সরকারকে এর জন্য জবাবদিহিতা করতে হবে এবং জনমতের কাছে এই ন্যাক্কারজনক ঘটনার কারণ ব্যাখ্যা করতে হবে। পার্সটুডের মতে এই বিবৃতিতে আরো বলা হয়েছে যে ফরাসি সরকারকে অবশ্যই এই মামলা সম্পর্কে বিস্তারিত নথিপত্র এবং প্রমাণ সরবরাহ করতে হবে এবং আততায়ীর উদ্দেশ্য স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। অন্যথায়,এ ধরনের ঘটনায় দেশটিত বিদেশি নাগরিকদের নিরাপত্তা এবং ফরাসি বিচার ও নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে গুরুতর প্রশ্ন উঠতে পারে।

সম্প্রতি,ফ্রান্সের ডানকার্কে সন্দেহভাজন বর্ণবাদী উদ্দেশ্য নিয়ে এক ফরাসি নাগরিক কর্তৃক সশস্ত্র হামলার সময় হামিদ কোরবানি এবং হাদি রোস্তামি নামে দুই ইরানি নাগরিকের মাথায় গুলি করা হলে তারা নিহত হন।

নিহত ব্যক্তিদের মধ্যে অস্পষ্ট সম্পর্কের কারণে হামলায় বর্ণবাদী বা এমনকি সন্ত্রাসী উদ্দেশ্য থাকার সম্ভাবনা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। যদিও ফরাসি কর্তৃপক্ষ এখনও ঘোষণা করেনি যে ইরানি নাগরিকদের হত্যা একটি ফৌজদারি মামলা নাকি এটি পরিকল্পিত সন্ত্রাসী কাজ। তবে এই ধরনের সশস্ত্র হামলার প্রমাণ ও ঘটনার মাধ্যমে বিদেশীদের প্রতি সেখানে বৈরী পরিবেশের ইঙ্গিত দিচ্ছে।

যদিও ফরাসি কর্তৃপক্ষ এই দেশটিকে গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা এবং অভিবাসীদের জন্য যোগ্য স্থান হিসেবে গড়ে তোলার চেষ্টা করছেন কিন্তু বাস্তবে তারা অনেক অভিবাসী যাদের অধিকাংশই কালো বা এশিয়ান তাদের সঙ্গে গ্রহণযোগ্য আচরণ করা হয় না।#

 

পার্সটুডে/এমবিএ/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।