ইরান বিশ্বের বৃহত্তম খনিজ সম্পদের অধিকারী দেশগুলোর মধ্যে একটি
https://parstoday.ir/bn/news/iran-i148578-ইরান_বিশ্বের_বৃহত্তম_খনিজ_সম্পদের_অধিকারী_দেশগুলোর_মধ্যে_একটি
পার্সটুডে - তেহরান চেম্বার অফ কমার্সের একজন সদস্য ঘোষণা করেছেন: ইরান বিশ্বের ৭ শতাংশ খনিজ সম্পদের অধিকারী এবং বিশ্বের সবচেয়ে বেশি দস্তা, সীসা এবং তামার মজুদের অধিকারী হিসেবে বিবেচিত।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ১৫, ২০২৫ ১১:২০ Asia/Dhaka
  • ইরান বিশ্বের বৃহত্তম খনিজ সম্পদের অধিকারী দেশগুলোর মধ্যে একটি

পার্সটুডে - তেহরান চেম্বার অফ কমার্সের একজন সদস্য ঘোষণা করেছেন: ইরান বিশ্বের ৭ শতাংশ খনিজ সম্পদের অধিকারী এবং বিশ্বের সবচেয়ে বেশি দস্তা, সীসা এবং তামার মজুদের অধিকারী হিসেবে বিবেচিত।

তেহরান চেম্বার অফ কমার্স, ইন্ডাস্ট্রিজ, মাইনস অ্যান্ড এগ্রিকালচারের সদস্য মোর্তেজা ফাগানি বলেছেন: ইরানের খনিজ সম্পদের মূল্য বর্তমানে বিশ্বের মোট খনিজ সম্পদের ৭ শতাংশ এবং খনি খাতে প্রতি ডলার বিনিয়োগ ইরানের জন্য ৮.২ ডলারের সমতুল্য বৈদেশিক মুদ্রা আনে। পার্সটুডে জানিয়েছে, ফাগানি বলেছেন যে ইরান বর্তমানে বিশ্বের দ্বাদশ খনিজ সম্পদের দেশ। তিনি আরও যোগ করেছেন: "বিশ্বের খনিজ উৎপাদন মূল্যের ৩ শতাংশ এবং বিশ্বের খনিজ মজুদের ১৫ শতাংশ ইরানের অংশ।" বিশ্বের লৌহ ও ইস্পাত মজুদের দিক থেকে ইরান ৭.১শতাংশ শেয়ার নিয়ে সপ্তম স্থানে রয়েছে।

খফ-হেরাত রেলপথের উন্নয়ন খতিয়ে দেখা হচ্ছে

অন্য খবরে বলা হয়েছে, ইরানের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল রবিবার ট্রানজিট সক্ষমতা, বিশেষ করে খফ-হেরাত রেলওয়ের উন্নয়ন এবং পরিবহন ও উন্নয়ন সহযোগিতা সম্প্রসারণ, বাণিজ্য বৃদ্ধি এবং ট্রানজিট বাধা অপসারণ পরীক্ষা নিরীক্ষা করার জন্য আফগানিস্তান সফর করেছেন। এই প্রতিনিধিদলের একটি পরিকল্পনা হল খফ-হেরাত রেললাইন এবং ফারাহ নদীর মাছ ধরা নিয়ে সমস্যা ও সক্ষমতা পরীক্ষা করা।

এই সফরের পরিকল্পনা ব্যাখ্যা করতে গিয়ে ইরানের সড়ক ও নগর উন্নয়ন উপমন্ত্রী আবদুল্লাহ আরজাই বলেন, "আইন অনুযায়ী, ইরান থেকে পরিবহনের পরিমাণ প্রতি বছর ৪ কোটি টনে উন্নীত করতে হবে। আর এর জন্য প্রয়োজন প্রতিবেশীদেরকে পর্যাপ্ত গুরুত্ব দেওয়া এবং পূর্ব-পশ্চিম এবং উত্তর-দক্ষিণ করিডোরের নির্মাণ কাজ সম্পন্ন করা।" আরজাই আরও বলেন: আফগানিস্তানের ইউরোপের সাথে সংযোগ এবং উন্মুক্ত জলসীমার সাথেও সংযোগ প্রয়োজন। তাই ইরান এই সুযোগটি ব্যবহার করে বৈদেশিক মুদ্রা অর্জনের সুবিধা নিতে পারে।#

পার্সটুডে/রেজওয়ান হোসেন/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।