ইরান-রাশিয়া সম্পর্ক শক্তিশালী ও কৌশলগত: পররাষ্ট্রমন্ত্রী আরাকচি
-
আরাকচি (বামে) ও ল্যাভরভ
পার্সটুডে- ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে বৈঠকে ইরান-রাশিয়া সম্পর্ককে অত্যন্ত শক্তিশালী হিসেবে অভিহিত করে বলেছেন, রাশিয়াকে প্রধান ও কৌশলগত অংশীদার বলে মনে করে ইরান।
আইআরআইবি বার্তা সংস্থার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, শুক্রবার মস্কোয় রুশ পররাষ্ট্রমন্ত্রীর সাথে সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন- "ভ্লাদিমির পুতিনের সাথে খুব ভালো এবং দীর্ঘ বৈঠক হয়েছে এবং ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতার একটি লিখিত বার্তা ভ্লাদিমির পুতিনের কাছে হস্তান্তর করেছি। এটি পুতিনের জন্য যেমন বার্তা ছিল তেমনি সমগ্র বিশ্বের জন্যও। এর মাধ্যমে গোটা বিশ্ব বুঝতে পেরেছে ইরান রাশিয়াকে তার প্রধান ও কৌশলগত অংশীদার বলে মনে করে এবং গুরুত্বপূর্ণ বিষয়ে রাশিয়ার সঙ্গে পরামর্শ করে।"
সাইয়্যেদ আব্বাস আরাকচি আরও বলেন, "ইতিহাসে সম্ভবত আর কখনোই ইরান ও রাশিয়ার মধ্যে সম্পর্ক এত ঘনিষ্ঠ এবং শক্তিশালী ছিল না। আমরা সম্প্রতি একটি কৌশলগত চুক্তি স্বাক্ষর করেছি যা ইরান-রাশিয়া সম্পর্কের মাত্রাকে আরও উচ্চ স্তরে নিয়ে গেছে।"
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সাথে যৌথ সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সাথে আলোচনাকেও গঠনমূলক বলে বর্ণনা করে বলেছেন, তেহরান এবং মস্কোর সম্পর্কের উপর চলমান বিষয়াদি প্রভাব ফেলবে না।
তিনি জোর দিয়ে বলেন, নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান ও রাশিয়ার মধ্যে অর্থনৈতিক সহযোগিতা জোরদার হচ্ছে।
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরোক্ষ আলোচনা সম্পর্কে আরাকচি বলেন, "যদিও আমেরিকার উদ্দেশ্য সম্পর্কে আমাদের মারাত্মক সন্দেহ রয়েছে, তারা যদি অবাস্তব দাবি উত্থাপন না করে তাহলে একটি সমঝোতা সম্ভব।"
সংবাদ সম্মেলনে ল্যাভরভ বলেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরোক্ষ আলোচনাকে রাশিয়া সমর্থন করে এবং পারমাণবিক কর্মসূচির বিষয়ে ইরানের ন্যায্য অধিকারের বিষয়টি বিবেচনায় নিতে হবে।#
পার্সটুডে/এসএ/১৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।