শ্রমিক সমাজের প্রতি আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর পূর্ণ সমর্থন
শ্রমিকরা সমাজের স্থিতিশীলতা ও স্থায়িত্বের স্তম্ভ: সর্বোচ্চ নেতা
-
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী
পার্সটুডে-আজ (শনিবার) সকালে, শ্রমিক সপ্তাহ উপলক্ষে হাজার হাজার শ্রমিকের সাথে এক সভায়, ইরানের সর্বোচ্চ নেতা 'উৎপাদনের জন্য বিনিয়োগে'র স্লোগান বাস্তবায়নকে শ্রমিকদের সবচেয়ে গুরুত্বপূর্ণ শ্রম মূলধন এবং সমাজের স্থিতিশীলতা ও স্থায়িত্বের অন্যতম স্তম্ভ বলে মন্তব্য করেন।
তিনি আরও: ইরানি পণ্য ও উপকরণের ব্যবহার দেশের একটি সংস্কৃতিতে পরিণত হওয়া উচিত। অবশ্যই, সংস্কৃতি গড়ে তোলার পাশাপাশি, দেশীয় পণ্যের মানও উন্নত করতে হবে বলে উল্লেখ করেন তিনি।
ইরান বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজার হাজার শ্রমিকের সাথে এক বৈঠকে ইসলামী বিপ্লবের নেতা শ্রম ও শ্রমের বিষয়গুলোকে দেশের ভাগ্যের সাথে সম্পর্কিত বলে অভিহিত করেছেন। শ্রম ও শ্রমের মূল্যের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন: প্রিয় শ্রমিকদের অবশ্যই তাদের মূল্য জানতে হবে, কারণ লুণ্ঠন, অবাধে ভ্রমণ এবং অন্যের সম্পত্তি দখল করার মতো প্রবণতা এড়িয়ে জীবিকা নির্বাহ করতে বৈধভাবে উপার্জন করার কথা বলেন জনাব খামেনেয়ী। সেইসাথে তিনি পণ্য ও পরিষেবা উৎপাদন করে সমাজের চাহিদা পূরণ করার প্রয়োজনীয়তা তুলে ধরেন সর্বোচ্চ নেতা। মানবিক দৃষ্টিকোণ থেকে একজন শ্রমিকের দুটি মূল্যবান ও গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের কথা তুলে ধরেন তিনি। সর্বশক্তিমান আল্লাহর কাছে তাদের ওই গুণগুলো খুবই ভালো বলে বিবেচিত হয় বলে তিনি জানান। একটি তাদের পণ্য উৎপাদন অপরটি মানুষকে পরিষেবা প্রদান।
সর্বোচ্চ নেতার কার্যালয়ের তথ্য বিভাগের ওয়েবসাইটের উদ্ধৃতি দিয়ে পার্সটুডে আরও জানায়, জনাব খামেনেয়ী কাজের মূল্যায়ন করতে গিয়ে বলেছেন: কাজ হল মানব জীবনের প্রশাসন এবং স্থায়িত্বের প্রধান স্তম্ভ, যা ছাড়া জীবন অচল হয়ে পড়ে। অতএব, যদিও বিজ্ঞান এবং পুঁজি কাজ পরিচালনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ও কার্যকর, তবু শ্রমিক ছাড়া কিছুই করা সম্ভব নয় এবং শ্রমিকই মূলধনকে জীবন দেয়।"
এই বছরের নামকরণকে "উৎপাদনের জন্য বিনিয়োগ" হিসেবে উল্লেখ করে তিনি শ্রমিকদের উৎপাদনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মূলধন এবং সমাজের স্থিতিশীলতা ও স্থায়িত্বের অন্যতম স্তম্ভ বলে অভিহিত করেন। শ্রমিকদের ইচ্ছা ও সামর্থ্য ছাড়া আর্থিক বিনিয়োগ কোথাও পরিচালনা করা যায় না-এ কথার ওপর জোর দিয়ে তিনি আরও বলেন: এই কারণে, সমাজের শত্রুরা, যাদের মধ্যে ইসলামী ইরানের অমঙ্গল কামনাকারীরাও রয়েছে, তারা ইসলামী প্রজাতন্ত্রে শ্রমিক শ্রেণীকে কাজ করতে নিরুৎসাহিত করছে এবং প্রতিবাদ করার ইন্ধন দিয়ে যাচ্ছে।
বিপ্লবের শুরুতে উৎপাদন বন্ধ করে দেশকে পঙ্গু করে দেওয়ার লক্ষ্যে কমিউনিস্ট আন্দোলনের প্রচেষ্টার কথা উল্লেখ করে বিপ্লবের নেতা বলেন: আজও সেই উদ্দেশ্য বিদ্যমান আছে। কিন্তু সেদিন এবং আজ উভয় সময়েই আমাদের কর্মীরা তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। সেইসঙ্গে তাদের মুখে শক্ত মুষ্টাঘাত করেছিল বলেও তিনি মন্তব্য করেন।
সর্বোচ্চ নেতা কিছু দেশীয় পণ্যের খুব ভালো মানের কথা উল্লেখ করে আরও বলেন: আসুন এটিকে একটি সাধারণ সংস্কৃতিতে পরিণত করি যেখানে ইরানিরা ইরানি পণ্য ব্যবহার করে, তবে এমন পণ্য ছাড়া যা দেশে উৎপাদিত হয় না।
ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা তাঁর ভাষণের শেষ অংশে ফিলিস্তিনি ইস্যু ভুলে যাওয়ার পক্ষপাতদুষ্ট নীতির কথা উল্লেখ করে বলেন: মুসলিম জাতিগুলোর উচিত বিভিন্ন গুজব ও অপ্রাসঙ্গিক, অর্থহীন কথাবার্তা ছড়িয়ে জনমতকে বিভ্রান্ত না করা। এর ফলে ফিলিস্তিন ও গাজা ইস্যুতে ইহুদিবাদী ইসরাইলের অপরাধ থেকে জনমত ভিন্নখাতে প্রবাহিত হয়।
তিনি ইহুদিবাদী ইসরাইল এবং তার সমর্থকদের বিরুদ্ধে বিশ্ব প্রতিরোধকে অপরিহার্য বলে অভিহিত করেন। তিনি বলেন: আমেরিকা সত্যিকার অর্থে ইহুদিবাদী ইসরাইলকে সমর্থন করে। যদিও রাজনীতির জগতে ভিন্ন বক্তব্য দেওয়া হলেও বাস্তবতা হল ফিলিস্তিন এবং গাজার নির্যাতিত জনগণ কেবল ইহুদিবাদী সরকারই নয়, আমেরিকা এবং ইংল্যান্ডেরও মুখোমুখি হচ্ছে। অপরাধ, হত্যা এবং হত্যা প্রতিরোধ করার পরিবর্তে, তারা অস্ত্র ও সুযোগ-সুবিধা পাঠিয়ে অপরাধীদের শক্তিশালী এবং সহায়তা করছে।
ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা জোর দিয়ে বলেন: কিছু স্লোগান, কথা এবং ক্ষণস্থায়ী ঘটনা যেন ফিলিস্তিনি ইস্যু থেকে আমাদের দূরে সরিয়ে না দেয়। তিনি বলেন: আল্লাহর অনুগ্রহ ও মহিমায়, ফিলিস্তিন ইহুদিবাদী দখলদারদের ওপর বিজয়ী হবে এবং কয়েক দিনের মধ্যেই এই মিথ্যা ধারার অবসান ঘটবে। ঠিক যেমন সিরিয়ায় তারা যা করছে তা তাদের শক্তির লক্ষণ নয় বরং দুর্বলতার লক্ষণ এবং এটি আরও দুর্বলতার দিকেই এগিয়ে যাবে।
আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী সবশেষে আশা প্রকাশ করেন যে, ইরানি জাতি এবং বিশ্বাসী জাতিগুলো একদিন ফিলিস্তিনের ভূমি দখলকারীদের ওপর বিজয় অর্জনের দৃশ্য দেখবে।#
পার্সটুডে/এনএম/১০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।