এশিয়ান চ্যাম্পিয়নশিপে স্বর্ণসহ ৫টি পদক জিতলেন ইরানের নৌকাচালকরা
https://parstoday.ir/bn/news/iran-i149182-এশিয়ান_চ্যাম্পিয়নশিপে_স্বর্ণসহ_৫টি_পদক_জিতলেন_ইরানের_নৌকাচালকরা
পার্স টুডে: চীনের নানচাং শহরে অনুষ্ঠিত এশিয়ান চ্যাম্পিয়নশিপের শেষ দিনে ইরানের সাত সদস্যের নৌকাচালক দল একটি স্বর্ণ, দুটি রৌপ্য ও দুটি ব্রোঞ্জ পদক জিতেছেন।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
মে ১১, ২০২৫ ১৭:৫৯ Asia/Dhaka
  • ইরানের সাত সদস্যের নৌকাচালক দল
    ইরানের সাত সদস্যের নৌকাচালক দল

পার্স টুডে: চীনের নানচাং শহরে অনুষ্ঠিত এশিয়ান চ্যাম্পিয়নশিপের শেষ দিনে ইরানের সাত সদস্যের নৌকাচালক দল একটি স্বর্ণ, দুটি রৌপ্য ও দুটি ব্রোঞ্জ পদক জিতেছেন।

৮ মে শুরু হওয়া এই প্রতিযোগিতায় এশিয়ার ২০টি দেশের নৌকাচালকরা অংশ নেন। দেশগুলো হলো- চীন, হংকং, শরণার্থী দল, ইন্দোনেশিয়া, ভারত, ইরাক, জাপান, কাজাখস্তান, কিরগিজস্তান, দক্ষিণ কোরিয়া, মাকাও, উত্তর কোরিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড, তাজিকিস্তান, চাইনিজ তাইপে, উজবেকিস্তান, ভিয়েতনাম এবং ইরান। গতকাল চ্যাম্পিয়নদের স্বীকৃতির মাধ্যমে প্রতিযোগিতাটি শেষ হয়েছে।

ইরানি দলের সদস্যরা ছিলেন: নারী কায়াক বিভাগে এলনাজ শাফিইয়ান ও তানিয়া করগারপুর, নারী কানো বিভাগে হিভা আফজালি ও মা‌য়েদা শুরগাশতি, পুরুষ কায়াক বিভাগে আলী আগা মির্জায়ী ও পেইমান কাভিদেল এবং পুরুষ কানো বিভাগে মোহাম্মদনবী রেজায়ী।

সবচেয়ে উল্লেখযোগ্য সাফল্য আসে পুরুষদের কায়াক দ্বৈত ৫০০ মিটার অলিম্পিক ইভেন্টে, যেখানে আলী আগা মির্জায়ী ও পেইমান কাভিদেল এশিয়ার পরাশক্তিগুলোকে পরাজিত করে স্বর্ণপদক জয় করেন। এই ইভেন্টে তারা কাজাখস্তান (অলিম্পিক প্রতিনিধি), উজবেকিস্তান, কিরগিজস্তান, চীন, তাইওয়ান, দক্ষিণ কোরিয়া (হ্যাংজু এশিয়ান গেমসে রৌপ্যজয়ী), জাপান এবং সিঙ্গাপুরের প্রতিনিধিদের হারিয়ে প্রথম স্থান অর্জন করেন।

পুরুষদের ১,০০০ মিটার কায়াকে, "আলী আগা মির্জায়ী" রৌপ্য পদক জিতেছেন এবং মহিলাদের কায়াকে "তানিয়া কারগারপুর" ব্রোঞ্জ পদক জিতেছেন। "মোহাম্মদনবী রেজায়ী" পুরুষদের ক্যানোতেও রৌপ্য পদক জিতেছেন।#  

পার্সটুডে/এমএআর/১১