জনগণের সঙ্গে মিশুন, তাদের সমস্যার কথা শুনুন: কর্মকর্তাদের প্রতি ইরানের সর্বোচ্চ নেতা
https://parstoday.ir/bn/news/iran-i149582-জনগণের_সঙ্গে_মিশুন_তাদের_সমস্যার_কথা_শুনুন_কর্মকর্তাদের_প্রতি_ইরানের_সর্বোচ্চ_নেতা
ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী রাষ্ট্রের সকল কর্মকর্তা-কর্মচারীকে জনগণের কাছে গিয়ে তাদের কথা ধৈর্যের সাথে শুনে প্রয়োজনীয় ব্যাখ্যা প্রদানের আহ্বান জানিয়েছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মে ২৮, ২০২৫ ২০:১৫ Asia/Dhaka
  • ইরানের সর্বোচ্চ নেতা
    ইরানের সর্বোচ্চ নেতা

ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী রাষ্ট্রের সকল কর্মকর্তা-কর্মচারীকে জনগণের কাছে গিয়ে তাদের কথা ধৈর্যের সাথে শুনে প্রয়োজনীয় ব্যাখ্যা প্রদানের আহ্বান জানিয়েছেন।

আজ (বুধবার) ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রাদেশিক গভর্নরেরা সর্বোচ্চ নেতার সঙ্গে দেখা করতে গেলে তিনি এই পরামর্শ দেন।  সর্বোচ্চ নেতা তাদের উদ্দেশে বলেন, আপনাদেরক জনগণের কাছে যেতে হবে এবং তাদের সমাবেশে যোগ দিতে হবে, তারা কঠোরভাবে কথা বললেও তাদের কথা ধৈর্যের সাথে শুনতে হবে এবং প্রয়োজনীয় ব্যাখ্যা দিতে হবে। দেশে জনসেবার উপযুক্ত পরিবেশ রয়েছে বলে তিনি মন্তব্য করেন।

আয়াতুল্লাহ খামেনেয়ী দেশে বিদ্যমান ব্যাপক সুযোগ ও সম্ভাবনার দিকে ইঙ্গিত করে আরও বলেন- তরুণ জনশক্তি  দেশের জন্য এক বিশাল সম্ভাবনা তৈরি করেছে এবং যদি কোনও প্রতিষ্ঠান এই সক্ষমতাকে স্বীকৃতি দিয়ে তা কাজে লাগায় তাহলে তা সত্যিই দৃশ্যমান অগ্রগতি সাধিত হবে।

ইসলামী বিপ্লবের নেতা সাংহাই সহযোগিতা সংস্থা এবং ব্রিকসের মতো গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও বৈশ্বিক ফোরামে ইরানের সদস্যপদ এবং দেশের বিভিন্ন অঞ্চল সম্পর্কে অভিজ্ঞ একজন ব্যক্তির হাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব থাকাটাও এক ধরণের সুযোগ বলে তিনি মন্তব্য করেন। ইরানের প্রতিবেশী দেশগুলোর সুযোগ ও সক্ষমতাকেও কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা।

তিনি দুর্নীতির বিরুদ্ধে লড়াইকে দেশের জন্য অপরিহার্য বলে মন্তব্য করেন। তিনি জোর দিয়ে বলেন,  দুর্নীতির বিরুদ্ধে লড়াই করাটা দেশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবশ্যপালনীয় কর্তব্য।

তিনি বলেন, দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের প্রথম শর্ত হলো- যেসব উপাদান দুর্নীতিগ্রস্ত করতে পারে সেগুলো থেকে কর্মকর্তা এবং তাদের পরিবারের দূরে থাকা। আয়াতুল্লাহ খামেনেয়ী আরও বলেন, স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত থাকার ফলে একজন কর্মকর্তার দুর্নীতির কারণে দ্বিগুণ ক্ষতি হয় এবং আল্লাহর দৃষ্টিতে তার শাস্তিও দ্বিগুণ।#

পার্সটুডে/এসএ/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।