স্কেট বিশ্বকাপে ইরানের ৭ পদক জয়, এশিয়া কুস্তি প্রতিযোগিতায় ৩ সোনা
(last modified Sat, 12 Jul 2025 10:40:17 GMT )
জুলাই ১২, ২০২৫ ১৬:৪০ Asia/Dhaka
  • স্কেট বিশ্বকাপে ৭ পদক, এশিয়া কুস্তিতে ইরানের ৩ সোনা
    স্কেট বিশ্বকাপে ৭ পদক, এশিয়া কুস্তিতে ইরানের ৩ সোনা

পার্স টুডে- ইতালির মিলানে অনুষ্ঠিত স্কেট বিশ্বকাপ প্রতিযোগিতায় ইরানি খেলোয়াড়রা সাতটি নানা ধরনের পদক জিতেছেন। 

গত বুধবার ইতালির মিলানে ফ্রি স্কেট বিশ্বকাপ প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয় ইরানি প্রতিযোগীদের অংশগ্রহণে। বয়স্ক মেয়েদের গ্রুপে ইরানের তারানে আহমদী ও রুমিনা সালেক যথাক্রমে সোনা ও ব্রোঞ্জ পদক জিতে নেন।

অন্যদিকে মেয়েদের অনূর্ধ্ব ১৯ গ্রুপে দেশটির কিমিয়া কারিমি ব্রোঞ্জ পদক লাভ করেন।

ছেলেদের উনিশ ঊর্ধ্ব গ্রুপে আমির মোঃ সাওয়ারি সোনা ও রেজা লিস'নি  রৌপ্য পাদক লাভ করেন। এ নিয়ে গত সপ্তায় পাওয়া দুটি পদকসহ ইরানের স্কেট টিম মোট সাতটি পদক জিতেছে। এর মধ্যে রয়েছে তিনটি সোনা, একটি রুপা ও তিনটি ব্রোঞ্জ।  

এশীয় গ্রেকো রোমান কুস্তি প্রতিযোগিতায় প্রথম দিনেই ইরানি খেলোয়ারদের তিনটি সোনা ও দুটি ব্রোঞ্জ পদক জয়

কিরগিজিস্তানের বিশকেক শহরে শুরু হয়েছে এশিয় কুস্তি প্রতিযোগিতা। এতে পাঁচটি ওজনের গ্রুপগুলোতে অংশ নিচ্ছেন বিভিন্ন দেশের কুস্তিগীররা। 

ইরানের প্রতিযোগীরা এরই মধ্যে জিতেছেন তিনটি সোনা ও দুটি ব্রোঞ্জ পদক। ৫৫, ৭৭ ও ১৩০ কেজি গ্রুপে সোনা জিতেছেন যথাক্রমে ইরানের পয়াম আহমদী, আহওয়ার বুইয়েরি ও আবুল ফাজ্ল ফাতহি। ৬৩ ও ৮৭ কেজি ওজনে যথাক্রমে ব্রোঞ্জ পদক জিতেছেন ইরানের আবুতালেবি ও হামিদ রেজা কাশতেক'র।#

পার্সটুডে/এমএএইচ/এমএআর/১২