গুগল বয়কটের বিশ্বব্যাপী প্রচারণা; ইরানিদের রক্তে রঞ্জিত একটি কোম্পানি
https://parstoday.ir/bn/news/iran-i151726-গুগল_বয়কটের_বিশ্বব্যাপী_প্রচারণা_ইরানিদের_রক্তে_রঞ্জিত_একটি_কোম্পানি
পার্সটুডে-সাইবারস্পেসে গত দুই দিনে (বৃহস্পতিবার এবং শুক্রবার) গুগল বয়কটের জন্য বিদেশী ব্যবহারকারীদের আহ্বান বৃদ্ধি পেয়েছে।
(last modified 2025-09-08T11:35:35+00:00 )
সেপ্টেম্বর ০৬, ২০২৫ ১৭:০৬ Asia/Dhaka
  • গুগল বয়কটের বিশ্বব্যাপী প্রচারণা; ইরানিদের রক্তে রঞ্জিত একটি কোম্পানি
    গুগল বয়কটের বিশ্বব্যাপী প্রচারণা; ইরানিদের রক্তে রঞ্জিত একটি কোম্পানি

পার্সটুডে-সাইবারস্পেসে গত দুই দিনে (বৃহস্পতিবার এবং শুক্রবার) গুগল বয়কটের জন্য বিদেশী ব্যবহারকারীদের আহ্বান বৃদ্ধি পেয়েছে।

সাইবারস্পেস ব্যবহারকারীরা সম্প্রতি "গুগল বয়কট করুন" হ্যাশট্যাগ চালু করেছেন।

নেতানিয়াহুর অফিসের সাথে দুটি আন্তর্জাতিক কোম্পানি গুগল এবং ইউটিউবের নতুন প্রকাশিত চুক্তির প্রতি তাদের ক্ষোভ প্রকাশ করতেই ওই হ্যাশট্যাগ চালু করলো।

আমেরিকান মিডিয়া ড্রপ সাইট নিউজের উদ্ধৃতি দিয়ে পার্সটুডে জানিয়েছে, গাজার দুর্ভিক্ষ অস্বীকার করে বিজ্ঞাপন প্রকাশের জন্য গুগল ইসরাইলের সাথে ৪৫ মিলিয়ন ডলারের বিজ্ঞাপন চুক্তি করেছে।

গাজায় দুর্ভিক্ষ

জুন মাসে শুরু হওয়া ছয় মাসের ওই চুক্তিটি ইউটিউব এবং তার Display & Video 360'র মাধ্যমে বাস্তবায়িত হবে। চুক্তিতে নেতানিয়াহুর জনসংযোগ কৌশলকে সমর্থন করার জন্য গুগলকে একটি "মূল সত্তা" হিসেবে উল্লেখ করা হয়েছে।

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু

উল্লেখযোগ্য হলো গুগলের সাথে ইসরাইলের চুক্তি কেবল গাজা যুদ্ধ এবং তার খাদ্য সংকটকেই টার্গেট করে নয় বরং ইরানের সাথে ইসরাইলের ১২ দিনের যুদ্ধকেও টার্গেট করে চুক্তিটি করা হয়েছে।

তাজরিশ স্কোয়ারে ইসরাইলি হামলা

আরব ফ্যাক্ট ফাইন্ডিং সংস্থা মিসবারের এক নিবন্ধে ইরান-ইসরাইল যুদ্ধের সময় গুগল এবং মেটা'তে ইসরাইলি বিজ্ঞাপনকে "ব্যাপক প্রচার" বলে অভিহিত করা হয়েছে, যার ফলে ইসরাইল এবং পশ্চিমা বিশ্বের নিরাপত্তার জন্য ইরানে বোমা হামলাকে প্রয়োজনীয় বলে দেখানো হয়েছিল।

গুগল বয়কটের আহ্বান জানিয়ে ইউজারদের ব্যাপক মন্তব্যের কয়েকটি এখানে দেওয়া হল:

একজন ব্যবহারকারী লিখেছেন: "গুগল এবং ইউটিউবকে ধিক্কার জানাই! উভয়কেই বয়কট করুন। এদের কাজ হলো গণহত্যাকারী ইহুদিবাদী সম্প্রদায়ের পক্ষে মগজ ধোলাই করা, যার মন্ত্রীদেরকে আন্তর্জাতিক বিচার আদালত এবং আন্তর্জাতিক অপরাধ আদালত দোষী সাব্যস্ত করেছে।"

এক্স-এর আরেকজন ‌এক্টিভিস্ট বলেছেন: "যদি এই খবরটি সত্য হয়, তাহলে আমাদের সকলের ফিলিস্তিনি জনগণকে প্রতিশ্রুতি দেওয়া উচিত যে আমরা গুগল এবং ইউটিউব সম্পূর্ণরূপে বয়কট করব।"

এক্স-এর আরেকজন ব্যবহারকারী আহমাদ লিখেছেন: "এই খবরটি কি সত্য?" যদি তাই হয়, তাহলে আমাদের ব্যাপকভাবে গুগলের শেয়ার বয়কট করা উচিত।

এক্স নেটওয়ার্ক ব্যবহারকারী আরেকজন সমাজকর্মী লিখেছেন: গুগলের পণ্য বয়কট করুন কারণ তারা গাজার বিরুদ্ধে গণহত্যা যুদ্ধে সরাসরি অংশীদার।#

পার্সটুডে/এনএম/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।