ইরানে কি সত্যিই একসাথে চার ঋতুর অভিজ্ঞতা পাওয়া যায়?
-
একই দিনে একই সময়ে চারটি ঋতুর অভিজ্ঞতা নেওয়া যায় ইরানে
পার্স টুডে: বিশাল আয়তন এবং অনন্য জলবায়ুর কারণে ইরান এমন এক দেশ, যেখানে ভ্রমণকারীরা একই দিনে ভিন্ন ভিন্ন ঋতুর স্বাদ নিতে পারেন। ইতিহাস ও সমৃদ্ধ সংস্কৃতির পাশাপাশি এই দেশের সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্যগুলোর একটি হলো- এর অসাধারণ জলবায়ুগত বৈচিত্র্য। একদিনের ভ্রমণেই আপনি এখানে বসন্তের ফুল, গ্রীষ্মের রোদ, শরতের নরম হাওয়া কিংবা শীতের তুষার—সব একসাথে উপভোগ করতে পারবেন।
ইরানের ভৌগোলিক ও জলবায়ুগত বৈচিত্র্য
প্রায় ১৬,৪৮,১৯৫ বর্গকিলোমিটার আয়তনের দেশ ইরান ভৌগোলিকভাবে বহু জলবায়ুগত অঞ্চলে বিভক্ত। এ কারণে দেশটির একেক প্রান্তে একেক রকম আবহাওয়া অনুভূত হয়। দেশের উত্তরে রয়েছে আর্দ্র ও মৃদু আবহাওয়া, দক্ষিণে উষ্ণ ও রৌদ্রোজ্জ্বল উপকূলীয় অঞ্চল আপনাকে স্বাগত জানাবে, কেন্দ্রীয় মালভূমি ও মরুভূমিতে গরম ও শুষ্ক আবহাওয়া বিরাজ করে এবং উচ্চ পর্বতমালায় বরফে ঢাকা শীতল প্রাকৃতিক দৃশ্য সবসময়ই ভ্রমণকারীদের মুগ্ধ করে।
বিদেশিদের অভিজ্ঞতা
ইরানে ভ্রমণ করা অনেক বিদেশি পর্যটক এই বৈচিত্র্যে অভিভূত হয়েছেন। ভ্রমণবিষয়ক ওয়েবসাইট Incredible Iran লিখেছে, “ইরানের অন্যতম অনন্য আকর্ষণ হলো এখানে একদিনেই উত্তরে সুন্দর হ্রদ দেখতে পাওয়া যায়, দক্ষিণে গ্রীষ্মের উষ্ণ সূর্য উপভোগ করা যায় আবার আলবোর্জ পর্বতমালায় গিয়ে তুষারাবৃত শীতও অনুভব করা যায়।”
আরেকটি পর্যটনভিত্তিক ওয়েবসাইট Eavar Travel উল্লেখ করেছে, “ইরান পর্যটকদের জন্য এমন এক দেশ যেখানে একই দিনে একাধিক ঋতুর অভিজ্ঞতা পাওয়া যায়। এই বৈশিষ্ট্যই বিদেশি ভ্রমণকারীদের বিস্মিত করে এবং দেশটিকে ভ্রমণ গন্তব্য হিসেবে আরও জনপ্রিয় করে তুলছে।”
চার ঋতুর অভিজ্ঞতা একসাথে
উত্তর ইরান (মাজান্দারান ও কাস্পিয়ান সাগরের উপকূল)– বসন্তে রঙিন ফুল আর সবুজ বন উপভোগের পাশাপাশি আলবোর্জ পর্বতের ঢালে বরফও দেখতে পাওয়া যায়।
পর্বতাঞ্চল (দিজিন, ফাশম) – এখানে গ্রীষ্মেও শীতল আবহাওয়া পাওয়া যায়, এমনকি স্কি করার মতো বরফও থাকে। তাবরিজ ও আশপাশের এলাকা – দক্ষিণ ইরানের গরম থেকে মুক্তি নিয়ে এখানে ঠাণ্ডা ও আরামদায়ক আবহাওয়া পাওয়া যায়। ইয়াজদ ও কেরমান (মরুভূমি অঞ্চল) – দিনে প্রচণ্ড গরম থাকলেও রাতে ঠাণ্ডা ও আরামদায়ক আবহাওয়া অনুভব করা যায়, ফলে একই দিনে তাপমাত্রার তীব্র পরিবর্তন ঘটে।
পরিশেষে, এটি বলা যেতে পারে যে যদি আপনি একটি বিশেষ ভ্রমণ অভিজ্ঞতা চান, যেখানে একসাথে প্রকৃতির ভিন্ন ভিন্ন ঋতুর সৌন্দর্য উপভোগ করা সম্ভব, তবে ইরানই সেরা গন্তব্য।
এখানে একদিনের মধ্যেই— কোনো শহরে উজ্জ্বল রোদ, আরেক শহরে তুষার খেলা, উত্তরের ঘন সবুজ জঙ্গলে হাঁটাহাঁটি, আর দক্ষিণ মরুভূমির দগদগে গরম— সবই অনুভব করা যায়। এই বৈচিত্র্যই ইরানকে ভ্রমণকারীদের জন্য সত্যিকারের অনন্য এবং অতুলনীয় গন্তব্য হিসেবে গড়ে তুলেছে।#
পার্সটুডে/এমএআর/৮