বিশ্ব উশু চ্যাম্পিয়নশিপে ৬ স্বর্ণসহ ১০ পদক নিয়ে ইরান রানার-আপ
-
আন্তর্জাতিক উশুতে ইরানের দাপট, রানার-আপ হয়ে ফিরল দল
পার্সটুডে: ব্রাজিলে অনুষ্ঠিত সপ্তদশ বিশ্ব উশু চ্যাম্পিয়নশিপে ১০টি মেডেল জয় করে ইসলামি প্রজাতন্ত্র ইরানের জাতীয় উশু দল রানার-আপ হয়েছে।
২ থেকে ৭ সেপ্টেম্বর ব্রাজিলে আয়োজিত সপ্তদশ বিশ্ব উশু চ্যাম্পিয়নশিপ শেষে পুরুষ ও মহিলাদের 'সান্দা' এবং 'তাওলু' বিভাগে ১০টি মেডেল জয় করে ইরানের জাতীয় উশু দল টুর্নামেন্টে রানার-আপ হয়।
পার্সটুডে'র প্রতিবেদন অনুযায়ী, ইরান এই টুর্নামেন্টে ৬টি স্বর্ণ, ২টি রৌপ্য এবং ২টি ব্রোঞ্জ মেডেল জয় করে। এই টুর্নামেন্টে চীন ১৬টি মেডেল জয় করে প্রথম স্থান অধিকার করে। এর পরে ইরান, মালয়েশিয়া এবং হংকং যথাক্রমে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থান লাভ করে।
প্রতিযোগিতায় ইরানের পক্ষে জাহরা কিয়ানি, সাদিকা দারিয়য়ি, সুহাইলা মানসুরিয়ান, শাহরবানু মানসুরিয়ান, ইরফান মোহরামি এবং মাহদি মুরাদি স্বর্ণ পদক জয় করেন। শোজা পানাহি এবং মোহসেন মোহাম্মদসিফি এই টুর্নামেন্টে রৌপ্য পদক জয় করেন এবং শাহিন বানি-তালেবি ও সুহাইল মুসাভি ব্রোঞ্জ পদক লাভ করেন।#
পার্সটুডে/এমএআর/৮