ইরানে প্রতিষ্ঠিত হয়েছে পশ্চিম এশিয়ার সবচেয়ে বড় নাভিরক্ত স্টেম সেল ব্যাংক
https://parstoday.ir/bn/news/iran-i151910-ইরানে_প্রতিষ্ঠিত_হয়েছে_পশ্চিম_এশিয়ার_সবচেয়ে_বড়_নাভিরক্ত_স্টেম_সেল_ব্যাংক
পার্সটুডে- ইরানের রুইয়ান গবেষণা প্রতিষ্ঠানের ফ্যাকাল্টি মেম্বার মোর্তাজা জাররাবি বলেছেন, বর্তমানে রুইয়ান সেল টেকনোলজি কোম্পানির সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো নাভিরক্তের (কর্ড ব্লাড) স্টেম সেল সংরক্ষণ।
(last modified 2025-09-14T05:39:05+00:00 )
সেপ্টেম্বর ১২, ২০২৫ ১৬:৪৭ Asia/Dhaka
  • জাররাবি
    জাররাবি

পার্সটুডে- ইরানের রুইয়ান গবেষণা প্রতিষ্ঠানের ফ্যাকাল্টি মেম্বার মোর্তাজা জাররাবি বলেছেন, বর্তমানে রুইয়ান সেল টেকনোলজি কোম্পানির সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো নাভিরক্তের (কর্ড ব্লাড) স্টেম সেল সংরক্ষণ।

নাভিরক্ত একটি মূল্যবান স্টেম সেলের উৎস, যা রক্তজনিত রোগের চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

ইরনার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, ইরানের রুইয়ান গবেষণা প্রতিষ্ঠানের অনুষদ সদস্য মোর্তজা জাররারি ঘোষণা করেছেন, এই প্রতিষ্ঠানের কর্ড ব্লাড সেল ব্যাংক এখন পশ্চিম এশিয়ার সবচেয়ে বড় নাভিরক্ত সংরক্ষণাগারের মালিক।

ইরানের রুইয়ান কর্ড ব্লাড স্টেম সেল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বলেন, এই ব্যাংকের প্রধান কাজ হলো নাভিরক্ত থেকে স্টেম সেল সংরক্ষণ। তিনি আরও জানান, নাভিরক্তের স্টেম সেল রক্তজনিত রোগ যেমন বিভিন্ন ধরনের রক্ত ক্যান্সার, জন্মগত রক্তস্বল্পতা, থ্যালাসেমিয়া ও রোগ প্রতিরোধ ব্যবস্থার ঘাটতির মতো অসুখের চিকিৎসায় ব্যবহার করা যায়। তিনি জোর দিয়ে বলেন, এই সেলগুলো রক্তজনিত রোগে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে অস্থিমজ্জা প্রতিস্থাপনের বিকল্প হিসেবে কাজে লাগতে পারে।

তিনি বলেন, আমরা প্রতিবছর ২০ হাজারেরও বেশি নাভিরক্তের নমুনা সংরক্ষণ করি। ইরানের রুইয়ান গবেষণা প্রতিষ্ঠানের প্রভাবশালী এই সদস্য জানান, শুধু দেশের ভেতর থেকেই নয়, অন্যান্য দেশ থেকেও বহু নমুনা এখানে সংরক্ষণ করা হয়েছে। বর্তমানে প্রায় আড়াই লাখ (২,৫০,০০০) নাভিরক্তের নমুনা মজুত রয়েছে। এ সংগ্রহ ভবিষ্যতে প্রতিস্থাপনকেন্দ্রগুলোর জন্য এক অমূল্য ভাণ্ডার হিসেবে কাজ করবে।#

পার্সটুডে/এসএ/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।