ইরানের গোলেস্তান অরণ্য গ্রীষ্মে পর্যটকদের জনপ্রিয় গন্তব্য + ছবি
সেপ্টেম্বর ১৭, ২০২৫ ২০:৩৪ Asia/Dhaka
-
ইরানের গোলেস্তান অরণ্য
পার্সটুডে: গ্রীষ্মকালে যখন শহরের প্রচণ্ড গরম মানুষকে শীতল ও আরামদায়ক স্থানের খোঁজে বের হতে বাধ্য করে, তখন ইরানের গোলেস্তান প্রদেশের সবুজ অরণ্য ও পাহাড়ি এলাকা পর্যটকদের অন্যতম প্রিয় গন্তব্যে পরিণত হয়।
ইরানের উত্তরাঞ্চলে অবস্থিত গোলেস্তান প্রদেশের পাহাড়ি এলাকার নরম-শীতল আবহাওয়া, অনন্য প্রাকৃতিক দৃশ্য ও ঘন বৃক্ষের ছায়াতলে বসার সুযোগের কারণে প্রকৃতির সঙ্গে মানুষের অবিস্মরণীয় বন্ধনের অভিজ্ঞতা উপহার দেয়। পার্সটুডে এই প্রতিবেদনে সেই পাহাড়ি এলাকার কিছু ছবির ঝলক তুলে ধরেছে।







পার্সটুডে/এমএআর/১৭
ট্যাগ