ইরানের তেলবাহী জাহাজ চলাচলে মার্কিন হস্তক্ষেপের জবাব দেওয়া হবে: বুরোজের্দি
-
বুরোজের্দি
পার্সটুডে- ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি বিষয়ক কমিশনের সদস্য আলাউদ্দিন বুরোজেরদি বলেছেন, “যদি আমেরিকা আমাদের তেলবাহী জাহাজ চলাচলের ক্ষেত্রে হস্তক্ষেপ করতে চায় বা বিঘ্ন সৃষ্টি করতে চায়, তাহলে তাদের এটা মনে রাখতে হবে- এটা একমুখী নয়, এর জবাব দেওয়া হবে।"
তিনি আরও বলেন, “সাগরে ইসলামী প্রজাতন্ত্র ইরানের শক্তি ও ক্ষমতা মার্কিনীদের কাছে স্পষ্ট এবং তারা আগেও এই সক্ষমতা অনুভব করেছে।” ইরানি জাহাজ চলাচলে সমস্যা তৈরির প্রচেষ্টা বিনা জবাবে পার পাবে না।
ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধানের সঙ্গে এই কমিশনের সদস্যদের সাম্প্রতিক বৈঠকের কথা উল্লেখ করে তিনি বলেন, সংসদের পাশকৃত আইন অনুযায়ী আন্তর্জাতিক পারমাণু শক্তি সংস্থার সঙ্গে সহযোগিতা স্থগিত করার সিদ্ধান্ত সম্পূর্ণভাবে অনুসরণ করা হবে। পরমাণু শক্তি সংস্থার প্রধান নানা ক্ষেত্রে পরমাণু প্রযুক্তি বিশেষকরে কৃষি ও চিকিৎসা ক্ষেত্রে এই প্রযুক্তির কার্যকারিতা যেমন ডায়াবেটিস রোগীদের ক্ষত নিরাময়ের মতো বিষয়গুলো তুলে ধরেন।
বুরোজের্দি বলেন, পারমাণু প্রযুক্তি ভিত্তিক নতুন চিকিৎসা পদ্ধতি ইতিমধ্যেই ইরানে আরও উন্নত হয়েছে, যা ডায়াবেটিস রোগীদের অঙ্গ বিচ্ছিন্ন হওয়া থেকে রক্ষা করতে সক্ষম এবং এ পর্যন্ত এই পদ্ধতির মাধ্যমে ২ হাজার রোগীর জীবন বাঁচানো হয়েছে।
তিনি জোর দিয়ে বলেন, ইরানের পারমাণবিক কার্যক্রম সম্পূর্ণভাবে শান্তিপূর্ণ।#
পার্সটুডে/এসএ/১১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।