তাজিকিস্তানে 'খাতলান ইনভেস্ট-২০২৫' আন্তর্জাতিক সম্মেলনে ইরানের সক্রিয় অংশগ্রহণ
https://parstoday.ir/bn/news/iran-i153940-তাজিকিস্তানে_'খাতলান_ইনভেস্ট_২০২৫'_আন্তর্জাতিক_সম্মেলনে_ইরানের_সক্রিয়_অংশগ্রহণ
পার্সটুডে: তাজিকিস্তানের বখতার শহরে ইরান, রাশিয়া, চীন, তুরস্ক, উজবেকিস্তান, কাজাখস্তান, তুর্কমেনিস্তান, বেলারুশ, আজারবাইজান ও পাকিস্তানের প্রতিনিধিদল নিয়ে মঙ্গলবার আন্তর্জাতিক বাণিজ্য সম্মেলন 'খাতলান ইনভেস্ট-২০২৫' শুরু হয়েছে।
(last modified 2025-11-28T10:09:50+00:00 )
নভেম্বর ১১, ২০২৫ ১৯:৩৯ Asia/Dhaka
  •  'খাতলান ইনভেস্ট-২০২৫
    'খাতলান ইনভেস্ট-২০২৫

পার্সটুডে: তাজিকিস্তানের বখতার শহরে ইরান, রাশিয়া, চীন, তুরস্ক, উজবেকিস্তান, কাজাখস্তান, তুর্কমেনিস্তান, বেলারুশ, আজারবাইজান ও পাকিস্তানের প্রতিনিধিদল নিয়ে মঙ্গলবার আন্তর্জাতিক বাণিজ্য সম্মেলন 'খাতলান ইনভেস্ট-২০২৫' শুরু হয়েছে।

ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা'র বরাত দিয়ে পার্সটুডে জানায়, আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান, বেসরকারি কোম্পানি এবং স্থানীয় ও বিদেশি উদ্যোক্তাদের অংশগ্রহণে আয়োজিত এই সম্মেলন তাজিকিস্তান, ইরান ও অন্যান্য আঞ্চলিক দেশগুলোর সাথে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে এবং খাতলান প্রদেশে বিদেশী প্রত্যক্ষ বিনিয়োগ আকর্ষণের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

খাতলান প্রদেশের বিনিয়োগের সুযোগ উপস্থাপন এবং আঞ্চলিক সহযোগিতা প্রসারের লক্ষ্যে দুই দিনব্যাপী এই অর্থনৈতিক অনুষ্ঠান আয়োজিত হয়েছে।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, এই সম্মেলনে দুটি বিশেষ সেশনের আয়োজন করা হয়েছে। প্রথম সেশনের বিষয়বস্তু হল টেকসই উন্নয়ন, ডিজিটালাইজেশন এবং বেসরকারি খাতের সাথে সহযোগিতার জন্য বিনিয়োগ। দ্বিতীয় সেশনটি কেন্দ্রীভূত হবে খাতলান প্রদেশে কৃষি খাতে মূল্য শৃঙ্খল উন্নয়ন এবং কৃষি পণ্য আমদানি ও প্রক্রিয়াকরণের উপর।

এছাড়াও, এই অনুষ্ঠানের মাধ্যমে কৃষি শিল্প, অর্থনৈতিক অঞ্চল, পর্যটন এবং লজিস্টিক অবকাঠামোতে বিনিয়োগ আকর্ষণের উপায় নিয়ে আলোচনা করা হবে। অংশগ্রহণকারীদের জন্য বখতার, কুলাব, নুরেক শহর এবং দাঙ্গারা অর্থনৈতিক অঞ্চলের কারখানা ও উৎপাদন ইউনিট পরিদর্শনের ব্যবস্থা করা হয়েছে।

আয়োজকদের মতে, সম্মেলনের পাশাপাশি স্থানীয় ও বিদেশি কোম্পানিগুলোর মধ্যে কৃষি, স্থানীয় পণ্য প্রক্রিয়াকরণ এবং অর্থনৈতিক অবকাঠামো উন্নয়নের মতো ক্ষেত্রে নতুন সহযোগিতা চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে।

এই বছরকার ফোরামে কৃষি খাতে নতুন প্রযুক্তির প্রয়োগ এবং পরিবহন ও লজিস্টিক অবকাঠামো উন্নয়নের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এই পদক্ষেপ নতুন চাকরির সুযোগ সৃষ্টি এবং স্থানীয় পণ্যের প্রতিযোগিতামূলকতা বৃদ্ধিতে সহায়ক হতে পারে।

এছাড়াও, পর্যটন খাতের উন্নয়ন এবং পরিবেশ-বান্ধব প্রকল্প বাস্তবায়ন এই সম্মেলনের আলোচনার অন্যতম প্রধান বিষয় বলে উল্লেখ করা হয়েছে।

সম্মেলনের পাশাপাশি স্থানীয় উৎপাদকদের পণ্য ও সেবার একটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে, যাতে ইরানের প্রতিনিধিসহ বিদেশি অংশগ্রহণকারীরা খাতলান প্রদেশের অর্থনৈতিক সামর্থ্য ও সুযোগ-সুবিধা সরাসরি দেখতে ও জানতে পারেন।

'খাতলান ইনভেস্ট-২০২৫' ফোরাম হল গত বছরের সম্মেলনের সাফল্যের ধারাবাহিকতা, যেখানে ২০০ মিলিয়ন ডলার মূল্যের ৩০টিরও বেশি সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। এই অনুষ্ঠানটি তাজিকিস্তান এবং অন্যান্য আন্তর্জাতিক অংশীদারদের সাথে ইরানের অর্থনৈতিক সহযোগিতা প্রসারে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।#

পার্সটুডে/এমএআর/১১