আইএইএ'র বোর্ড অব গভর্নর্সে ইরানের বিরুদ্ধে অপতৎপরতা; উপযুক্ত জবাব দেওয়ার হুমকি ইরানের
-
রেজা নাজাফি
পার্সটুডে- আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএ'র বোর্ড অফ গভর্নর্সে ইরানবিরোধী নতুন খসড়া প্রস্তাব পেশ করা হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থায় ইসলামী প্রজাতন্ত্র ইরানের স্থায়ী প্রতিনিধি রেজা নাজাফি বলেছেন, যুক্তরাষ্ট্র ও তিন ইউরোপীয় দেশের এই বেআইনি পদক্ষেপ ইরানে সেফগার্ডস ব্যবস্থা বাস্তবায়নের ক্ষেত্রে কোনো পরিবর্তন আনবে না।
যুক্তরাষ্ট্র ও তিন ইউরোপীয় দেশ আইএইএ'র বোর্ডে নতুন একটি প্রস্তাব জমা দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইরানি প্রতিনিধি বলেন, যুক্তরাষ্ট্র এবং ওই তিন ইউরোপীয় দেশ আন্তর্জাতিক ব্যবস্থাগুলোকে অপব্যবহার করে ইরানি জাতির বিরুদ্ধে নিজেদের অযৌক্তিক ও জবরদস্তিমূলক অবস্থান চাপিয়ে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা বোর্ড অফ গভর্নর্সে নিজেদের সংখ্যাগরিষ্ঠতাকে অপব্যবহার করে নিউইয়র্কে যা অর্জন করতে পারেনি, তা ভিয়েনায় চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে।
নাজাফি আরও বলেন, নিরাপত্তা পরিষদের মেয়াদোত্তীর্ণ প্রস্তাবের ভিত্তিতে আইএইএ মহাপরিচালকের ওপর রিপোর্ট দেওয়ার বাধ্যবাধকতা চাপিয়ে দেওয়া পুরোপুরি বেআইনি ও অযৌক্তিক। এ ধরণের পদক্ষেপ বাস্তবে বিদ্যমান জটিলতা আরও বাড়াবে এবং কূটনীতিতে নতুন করে আঘাত হানবে।
ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থাগুলোয় নিযুক্ত ইরানি প্রতিনিধি বলেন, যুক্তরাষ্ট্র ও তিন ইউরোপীয় দেশের এই বেআইনি পদক্ষেপ ইরানে সেফগার্ডস ব্যবস্থা বাস্তবায়নের বর্তমান পরিস্থিতিতে কোনো পরিবর্তন আনতে পারবে না। বর্তমান পরিস্থিতি মূলত ইরানের বিরুদ্ধে আমেরিকা ও দখলদার ইসরায়েলের অপরাধমূলক আগ্রাসন এবং তাদের সঙ্গে তিন ইউরোপীয় দেশের সহযোগিতা ও উদাসীনতার কারণে সৃষ্টি হয়েছে।
ইরানের এই জ্যেষ্ঠ কূটনীতিক আইএইএ'র বোর্ড অফ গভর্নর্সের সব সদস্য দেশের উদ্দেশে বলেন, ইরানের পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্র ও তিন ইউরোপীয় দেশের ধ্বংসাত্মক একতরফা পদক্ষেপের বিরুদ্ধে আপনারা সবাই ঐক্যবদ্ধ পদক্ষেপ গ্রহণ করুন। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও তিন ইউরোপীয় দেশের যে কোনো বেআইনি ও অযৌক্তিক তৎপরতার বিরুদ্ধে উপযুক্ত জবাব দেওয়ার অধিকার ইসলামী প্রজাতন্ত্র ইরানের রয়েছে।#
পার্সটুডে/এসএ/১৬