হামেদানে আন্তর্জাতিক শিশু-কিশোর নাট্য উৎসব + ছবি
-
পুরস্কার হাতে এক ইরানি শিশু
পার্সটুডে: ইরানের হামেদান শহরে অনুষ্ঠিত হলো ৩০তম আন্তর্জাতিক শিশু ও কিশোর থিয়েটার উৎসব। ছয়টি বিভাগে সেরা শিল্পীদের নাম ঘোষণা করার মধ্য দিয়ে এই উৎসবের সমাপ্তি ঘটে।
এবারের উৎসবের মূল স্লোগান ছিল—“আজকের শিশু, নতুন গল্প, আগামীর মঞ্চ”। ফার্সি ১৪ থেকে ২০ অযার পর্যন্ত এই উৎসব আয়োজন করা হয়। এতে ইরানের বিভিন্ন প্রদেশের ৪৬টি নাট্যদল অংশ নেয়। পাশাপাশি ব্রাজিল ও আর্মেনিয়া থেকেও অতিথি নাট্যদল উৎসবে যোগ দেয়।
উৎসব চলাকালে মোট ৬৩টি নাট্যদল ১৯৩টি নাটক মঞ্চস্থ করে। এসব নাটক হামেদান শহরের ১৬টি মিলনায়তনে পরিবেশিত হয়। এ ছাড়া শহরের বিভিন্ন এলাকায় খোলা জায়গায় ও রাস্তায় পথনাটকও অনুষ্ঠিত হয়, যা দর্শকদের বিশেষভাবে আকর্ষণ করে।
এই আন্তর্জাতিক উৎসবটি দর্শকদের ব্যাপক সাড়া পেয়েছে। আয়োজকদের দেওয়া তথ্যমতে, ৭০ হাজারেরও বেশি মানুষ এই উৎসবের নাটক উপভোগ করেছেন।
সব মিলিয়ে, হামেদানের আন্তর্জাতিক শিশু ও কিশোর থিয়েটার উৎসব শিশু ও কিশোরদের জন্য সৃজনশীল নাট্যচর্চা ছড়িয়ে দিতে এবং বিভিন্ন দেশের শিল্পীদের মধ্যে সাংস্কৃতিক বিনিময় জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
পার্সটুডে/এমএআর/১৪