সন্ত্রাসীরা কোনো শিয়া সুন্নি চেনে না: ইরানি এক্স ব্যবহারকারী
https://parstoday.ir/bn/news/iran-i155184-সন্ত্রাসীরা_কোনো_শিয়া_সুন্নি_চেনে_না_ইরানি_এক্স_ব্যবহারকারী
পার্সটুডে- সন্ত্রাসীদের হাতে ইরানের কেরমানে ১৬ বছর বয়সী বালুচ এবং সুন্নি কিশোর শহীদ হওয়ার পর ইরানি এক্স নেটওয়ার্ক ব্যবহারকারীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
(last modified 2025-12-18T08:55:14+00:00 )
ডিসেম্বর ১৭, ২০২৫ ১৭:২৯ Asia/Dhaka
  • • ১৬ বছর বয়সী ইরানি বালুচ ও সুন্নি মুসলমান শহীদ মনসুর লাজেই
    • ১৬ বছর বয়সী ইরানি বালুচ ও সুন্নি মুসলমান শহীদ মনসুর লাজেই

পার্সটুডে- সন্ত্রাসীদের হাতে ইরানের কেরমানে ১৬ বছর বয়সী বালুচ এবং সুন্নি কিশোর শহীদ হওয়ার পর ইরানি এক্স নেটওয়ার্ক ব্যবহারকারীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

পশ্চিম এশিয়ার বিষয়গুলোতে মার্কিন হস্তক্ষেপ এবং গত কয়েক দশক ধরে আঞ্চলিক শৃঙ্খলা ব্যাহত করার ফলে বিশৃঙ্খলা, নিরাপত্তাহীনতা এবং সন্ত্রাসী গোষ্ঠী তৈরি হয়েছে। এসব গোষ্ঠীর হাতে প্রায়শই পশ্চিমা অস্ত্র থাকে, পশ্চিমারা অর্থায়ন করে। বিদেশি মদদপুষ্ট এসব সন্ত্রাসীরা তাদের বন্দুক কাকে লক্ষ্য করে তা তারা পরোয়া করে না। পশ্চিমা সমর্থিত এসব সন্ত্রাসীদের কাছে বৃদ্ধ, তরুণ, নারী, শিশুদের মধ্যে কোনও পার্থক্য নেই। তাদের কাছে ধর্ম বিশ্বাসীদের মধ্যেও কোনো পার্থক্য নেই এমনকি সামরিক বা বেসামরিক মানুষকেও তারা পার্থক্য করে না।  ইরান বছরের পর বছর ধরে আঞ্চলিক স্থিতিশীলতা এবং নিরাপত্তা বজায় রাখার জন্য প্রচেষ্টা চালিয়ে আসছে এবং এই অঞ্চল থেকে আমেরিকা ও তাদের পোষ্য সন্ত্রাসীদের উৎখাতের উপর জোর দিয়েছে। তবে, "মানসুর লাজেহি" নামে ১৬ বছর বয়সী ইরানি বালুচ কিশোরের শহীদ হওয়ার খবর আবারও এই বিষয়টির গুরুত্ব উঠে এসেছে।

এই আলোচনায় Pars Today এই বিষয়ে X সোশ্যাল নেটওয়ার্কের ইরানি ব্যবহারকারীদের মতামত তুলে ধরেছে।

"সাদেক্বি" নামের X সোশ্যাল নেটওয়ার্ক ব্যবহারকারী একজন কিশোরী শহীদ লাজেহিকে সুন্নি হিসেবে উল্লেখ করে লিখেছেন: সন্ত্রাসী ভাড়াটে গোষ্ঠীগুলি শিয়া বা সুন্নি চেনে না; তাদের একমাত্র লক্ষ্য হল জনগণের শান্তি ও ঐক্য ধ্বংস করা। সাম্প্রতিকতম ঘটনাটি ঘটেছে মাত্র দুই দিন আগে ফাহরাজে, যেখানে ১৬ বছর বয়সী এক বালুচ কিশোরকে শহীদ করা হয়েছে।

এই বিপ্লবী কন্যা এই প্রসঙ্গে বলেছেন: ১৬ বছর বয়সী ওই কিশোর একজন বালুচ এবং সুন্নি যে সন্ত্রাসী কর্মকাণ্ডের শিকার হয়েছে। সন্ত্রাসী গোষ্ঠীগুলির দাবি যে তারা সুন্নি এবং বেলুচদের রক্ষা করছে। কিন্তু বাস্তরে তাদের এ দাবি মিথ্যা বরং তারা নাগরিকদের হত্যা করছে সে সুন্নি হোক বা শিয়া কোনো পার্থক্য নেই।

'বালুচ নূর' নামের আরেকজন X সোশ্যাল নেটওয়ার্ক ব্যবহারকারী লিখেছেন: যেহেতু সন্ত্রাসী গোষ্ঠী জানে যে বেলুচসহ ইরানের অন্যান্য জাতিগত গোষ্ঠীর মানুষ ইসলামিক প্রজাতন্ত্র ইরানের পবিত্র পতাকার নীচে বসবাস করছে এবং তারা দেশপ্রেমিক। তাই তারা হত্যাকাণ্ড চালিয়ে বেলুচ যুবকদের হৃদয় ভেঙে দেয়ার চেষ্টা করছে। শহীদ মনসুর লাজেই একজন বেলুচ এবং সুন্নি ছিলেন।

এই বিষয়ে, 'বালুচ নূর' জোর দিয়ে বলেছেন: সন্ত্রাসীরা শিয়া, সুন্নি, বালুচ বা পার্সিয়ান কাউকেই চেনে না। এদের শিকার সব মানুষ; যেমন শহীদ মনসুর লাজেই।

'সৈয়দ বেলুচিস্তান' নামের আরেকজন এক্স ব্যবহারকারী শহীদ লাজেইয়ের একটি ছবি পোস্ট করে লিখেছেন: গতকাল (মঙ্গলবার) সকালে কেরমান প্রদেশের ফাহরাজে একটি চেকপয়েন্টে একটি সন্ত্রাসী গোষ্ঠী গুলি চালিয়ে নিরাপত্তা বাহিনীর তিন সদস্যকে হত্যা করলে এই বেলুচ সুন্নি কিশোর শহীদ হন। এই কিশোরের পরিচয় শহীদ মনসুর লাজেই, যিনি সেই মুহূর্তে ফাহরাজ চেকপয়েন্টে উপস্থিত ছিলেন এবং আর কখনও বাড়ি ফিরে আসেননি।

'ইয়ালদা বানু' একটি টুইটে আরও বলেছেন: “সাধারণ নাগরিকদের হত্যা - সুন্নি হোক বা শিয়া - এই গোষ্ঠীগুলির জন্য কোনও পার্থক্য করে না।”#

পার্সটুডে/এমআরএইচ/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন