অটোয়ার পদক্ষেপের প্রতিক্রিয়ায় ইরান: 'কানাডিয় নৌবাহিনী সন্ত্রাসী সংগঠন'
-
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়
পার্সটুডে–কানাডা সরকারের অবৈধ সিদ্ধান্তের প্রতিক্রিয়া জানালো ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করেছে কানাডিয় নৌবাহিনী ইরানের প্রতিশোধমূলক আইনি পদক্ষেপের অন্তর্ভুক্ত। সেই আইন অনুযায়ী কানাডিয় নৌবাহিনী একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে পরিগণিত।
পার্সটুডে আরও জানিয়েছে, ১৯ জুন, ২০২৪ তারিখে কানাডিয় সরকার ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর একটি অংশকে চিহ্নিত করার সিদ্ধান্তের কথা উল্লেখ করে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে গুরুত্বের সঙ্গে বলেছে: যেহেতু কানাডিয় সরকার আন্তর্জাতিক আইনের মৌলিক নীতির বিপরীতে, ইরানের সশস্ত্র বাহিনীর অন্যতম সরকারী অঙ্গ ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীকে সন্ত্রাসী সংগঠনের তালিকায় রেখেছে, তাই ইসলামী প্রজাতন্ত্র ইরানও পাল্টা জবাব হিসেবে কানাডিয় নৌবাহিনীকেও সন্ত্রাসী সংগঠনের তালিকাভুক্ত করেছে।
বিবৃতিতে বলা হয়েছে, তেহরানের পদক্ষেপ ২০১৯ সালে পাস হওয়া "মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণার বিরুদ্ধে প্রতিশোধমূলক পদক্ষেপ" আইনের ৭ অনুচ্ছেদের ওপর ভিত্তি করে আরোপ করা হয়েছে। আইনটিতে বলা হয়েছে, যে সব দেশ এ বিষয়ে মার্কিন সিদ্ধান্ত মেনে চলবে বা সমর্থন করবে, তাদের বিরুদ্ধে ইসলামি প্রজাতন্ত্র ইরান পাল্টা ব্যবস্থা নেবে।
এরই ভিত্তিতে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করেছে, কানাডিয় নৌবাহিনী এই আইনের আওতায় পড়েছে এবং পাল্টা ব্যবস্থা হিসেবে কানাডিয় নৌবাহিনীকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে গণ্য করা হয়েছে।
কানাডিয় সরকার ২০১২ সালে তেহরানের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে এবং গত বছর ইরান-বিরোধী নীতির অংশ হিসেবে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীকে সন্ত্রাসী সংগঠনের তালিকাভুক্ত করেছে। ওই পদক্ষেপের বিরুদ্ধে ইরান আনুষ্ঠানিকভাবে নিন্দা জানিয়েছিল।#
পার্সটুডে/এনএম/৩০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন