জনগণের প্রতিবাদকে আমরা গুরুত্ব দিচ্ছি, কিন্তু সন্ত্রাসবাদ সহ্য করা হবে না: ইরান
-
কলিবফ
পার্সটুডে- ইসলামী প্রজাতন্ত্র ইরানের সংসদ স্পিকার মোহাম্মাদ বাকের কলিবাফ জোর দিয়ে বলেছেন, বর্তমানে ইরানি জাতি সশস্ত্র সন্ত্রাসীদের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়েছে। ইরানি জাতির সাফল্যের ধারাবাহিকতা চূড়ান্ত পর্যায়ে পৌঁছাবে বলে তিনি মন্তব্য করেন।
পার্সটুডের প্রতিবেদনে বলা হয়, ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ আজ রোববার বলেন- এখন আমরা অর্থনৈতিক যুদ্ধ, জ্ঞানগত যুদ্ধ, সামরিক যুদ্ধ ও সন্ত্রাসবাদী যুদ্ধ—এই চারটি ময়দানে ইহুদিবাদী ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে লড়াই করছি। তিনি বলেন, জনগণের ন্যায্য প্রতিবাদ আমরা গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করছি; কিন্তু সন্ত্রাসীদের বিরুদ্ধে আমরা দৃঢ় অবস্থানে অটল থাকব।
তিনি আরও বলেন, নিঃসন্দেহে শক্তিশালী স্বেচ্ছাসেবী বাহিনী বা বাসিজ ও ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি এই লড়াইয়ে দৃঢ় অবস্থানে রয়েছে এবং সন্ত্রাসীদের মোকাবেলায় তারা একচুলও পিছু হটবে না।
তিনি বলেন, যারা প্রকাশ্যে নিজেদের বিদেশি দালাল বলে পরিচয় দেয়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে খুশি করতে নিজেদের দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, আইএস বা দায়েশের মতো খুনি সেজে সন্ত্রাসী তৎপরতা চালায় তাদের জেনে রাখা উচিৎ আমরা তাদেরকে সবচেয়ে কঠোরভাবে মোকাবিলা করব।
ট্রাম্পকে ভুল পরামর্শ থেকে সতর্ক থাকতে হবে; পরে অনুশোচনা কোনো কাজে আসবে না
সংসদ স্পিকার বলেন, বিভ্রান্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের জন্য আমার একটি পরামর্শ আছে। আর তাহলো- সাবধান থাকো—ইরানের ওপর হামলার যে পরামর্শ তোমাকে দেওয়া হচ্ছে, তা যেন সেই ধরনের ভুল পরামর্শ না হয়, যেমনটি তোমাকে বলেছিল ‘মাশহাদের পতন হয়েছে’। সুতরাং ভুল হিসাব এড়াতে জেনে রাখো, ইরানের ওপর হামলার উদ্যোগ নিলে ইহদিবাদী ইসরায়েলের পাশাপাশি এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সব সামরিক কেন্দ্র, ঘাঁটি এবং জাহাজ আমাদের বৈধ লক্ষ্য হবে। তোমাকে এবং অঞ্চলে তোমার সব মিত্রকে এ কথা জানানো জরুরি ছিল যে, ভুল হিসাব কোরো না, কারণ পরে অনুশোচনা করে কোনো লাভ দেবে না।#