সশস্ত্র সন্ত্রাসীরা ক্লিনিকে চিকিৎসা কর্মীসহ আগুন ধরিয়ে দেয়
পার্সটুডে - সশস্ত্র সন্ত্রাসীরা রাশতের একটি ক্লিনিকে চিকিৎসা কর্মীসহ আগুন ধরিয়ে দেয়।
পার্সটুডে অনুসারে, স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে ৮ জানুয়ারী বৃহস্পতিবার রাশতের সন্ত্রাসী হামলায় সশস্ত্র সন্ত্রাসীরা ইমাম সাজ্জাদ (আ.) জেনারেল ক্লিনিকে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেয়। ঘটনার একজন প্রত্যক্ষদর্শী বর্ণনা করেছেন যে যখন ক্লিনিকটি সন্ত্রাসীদের দ্বারা বেষ্টিত ছিল তখন চিকিৎসা কর্মীদের একজন মারজিয়াহ নাবাভিনিয়াকে ক্লিনিক ছেড়ে যেতে বলা হয়েছিল কিন্তু তিনি তা করতে অস্বীকৃতি জানান কারণ তার তত্ত্বাবধানে একটি শিশু ছিল।
মারজিয়াহ নাবাভিনিয়া যিনি শিশুটির চিকিৎসার জন্য তার কর্তব্য ছেড়ে যেতে অস্বীকৃতি জানিয়েছিলেন অবশেষে সন্ত্রাসীদের দ্বারা লাগানো আগুনে শহীদ হন। বলা হয় যে এই ঘটনায় আগুনে আটকে পড়া চারজন রোগী এবং চিকিৎসা কর্মীকে স্থানীয় লোকেরা রক্ষা করেছিলেন।#
পার্সটুডে/এমবিএ/১১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন