ইরানি বিক্ষোভকারী ঘোষণাপত্র
আমরা রাস্তা থেকে মার্কিন, ইসরায়েল ও আইএস জঙ্গিদের নাম নিশানা মুছে দেব
-
• অনুপ্রবেশকারী সন্ত্রাসীদের অপরাধের নিন্দা জানিয়ে ইরানি জনগণের বিশাল পদযাত্রার চূড়ান্ত প্রস্তাব
পার্সটুডে- সশস্ত্র সন্ত্রাসীদের অপরাধী কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে এক বিশাল ও নজিরবিহীন পদযাত্রায় ইরানিরা বিদেশী সরকার এবং ইরানি জাতির শত্রুদের যেকোনো হস্তক্ষেপের নিন্দা জানিয়েছে।
সোমবার (১২ জানুয়ারী), তেহরান এবং অন্যান্য ইরানি শহরের জনগণের বিভিন্ন অংশ মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে জড়িত দাঙ্গাবাজ এবং সশস্ত্র সন্ত্রাসীদের প্রতি তাদের ঘৃণা প্রকাশ করার জন্য বিশাল পদযাত্রা করেছে। পার্সটুডে জানিয়েছে, অনুষ্ঠানের শেষে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী ইসরায়েলের সাথে জড়িত সন্ত্রাসী এবং তাদের অনুচরকে কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে একটি প্রস্তাব পাঠ করা হয়েছে।
প্রস্তাবে বলা হয়েছে: "গত কয়েকদিনে, ইসলামী ইরানের শত্রুরা অর্থনৈতিক সংকট ও জন অসন্তোষকে অজুহাতে তাদের সংগঠিত ভাড়াটে সৈন্য এবং প্রশিক্ষিত ও সশস্ত্র দায়েশ বা আইএস জঙ্গি সদস্যদের মাঠে নামিয়েছে। টার্গেটেড হত্যাকাণ্ড ঘটিয়ে, ধর্মীয় মূল্যবোধকে অবমাননা করে তারা গৃহযুদ্ধকে উস্কে দেওয়ার পাশাপাশি বিদেশী হস্তক্ষেপের জন্য ক্ষেত্র প্রস্তুত করার জন্য ইরানী জাতির ঐক্যকে বিনষ্ট করার চেষ্টা করেছে। এখন, আমরা এই মহান সমাবেশে অংশগ্রহণকারীরা ইসলামি বিপ্লবের স্থপতি ও ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিষ্ঠাতা ইমাম খোমেনী (রহ.) এবং ইসলামি বিপ্লবের বর্তমান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ি এবং উচ্চপদস্থ শহীদদের আদর্শের প্রতি আমাদের অঙ্গীকার পূনর্ব্যক্ত করছি।"
ইরানের মহান জাতি এবং আইন প্রয়োগকারী ও নিরাপত্তা বাহিনীর বুদ্ধিমত্তার প্রশংসা করে, সেইসাথে সন্ত্রাসী ও ভাড়াটে সৈন্যদের লজ্জাজনক কর্মকাণ্ডের প্রতি ঘৃণা প্রকাশ করে, আমরা এই ধরনের অপরাধের প্রতি আমাদের চূড়ান্ত ক্ষোভ প্রকাশ করছি, আল্লাহু আকবর, খামেনেয়ি আমাদের নেতা।
এই সমাবেশে অংশগ্রহণকারীরা ভাড়াটে ও সশস্ত্র সন্ত্রাসীদের জঘন্য কর্মকাণ্ড, পবিত্র কুরআন ও ধর্মীয় পবিত্র স্থান ভাঙচুর ও অবমাননাকারীদের এবং মসজিদ, হুসাইনিয়া বা ইমামবাড়া, অন্যান্য পবিত্র স্থানসমূহ, চিকিৎসা কেন্দ্র এবং সরকারি সম্পত্তিতে অগ্নিসংযোগকারী ও একদল নিরীহ মানুষকে শহীদ করার ঘটনার নিন্দা জানিয়েছেন।
সমাবেশে অংশগ্রহণকারী ও মিছিলকারীরা জোর দিয়ে বলেছেন: ইরানের সামরিক ও নিরাপত্তা বাহিনীর শক্তিশালী হাত দিয়ে আমরা শহীদদের পবিত্র নামে সজ্জিত রাস্তাগুলোকে মার্কিন-ইসরায়েল ও দায়েশ বা আইএস জঙ্গিদের পরিষ্কার করব এবং অন্যায়ভাবে রক্তপাতের জন্য আমরা অপরাধী আমেরিকা ও ইহুদিবাদী ইসরায়েলকে সরাসরি দায়ী করছি।
এই মিছিলে অংশগ্রহণকারীরা ক্ষতিগ্রস্ত মানুষদের, বিশেষ করে শহীদদের পরিবার এবং এই দাঙ্গায় প্রাণ হারানো ব্যক্তিদের প্রতি সহানুভূতি প্রকাশ করার পাশাপাশি, ইরানের প্রকৃত সেবকদের প্রতি আহ্বান জানিয়েছেন যে তারা ভাড়াটে সন্ত্রাসীদের দৃঢ়ভাবে মোকাবিলা করুন যারা তাদের হয়রানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে ইরানকে বিশৃঙ্খলার মধ্যে ফেলে দিতে এবং ইরানের বিচ্ছিন্নতা এবং বিদেশী শক্তির হস্তক্ষেপের পথ প্রশস্ত করতে চায়।#
পার্সটুডে/এমআরএইচ/১৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।