আরাকচি: ইরান যেকোনো বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে সতর্ক এবং প্রস্তুত
https://parstoday.ir/bn/news/iran-i156136-আরাকচি_ইরান_যেকোনো_বিদেশি_হস্তক্ষেপের_বিরুদ্ধে_সতর্ক_এবং_প্রস্তুত
পার্সটুডে-ইরান ও চীনের পররাষ্ট্রমন্ত্রীরা শান্তি বজায় রাখার পাশাপাশি দেশের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল হওয়া এবং উত্তেজনা বৃদ্ধি রোধে কূটনৈতিক ভূমিকা পালনের গুরুত্বের ওপর জোর দিয়েছেন।
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
জানুয়ারি ১৬, ২০২৬ ১৫:১০ Asia/Dhaka
  • চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে টেলিফোনে কথা বলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি
    চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে টেলিফোনে কথা বলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি

পার্সটুডে-ইরান ও চীনের পররাষ্ট্রমন্ত্রীরা শান্তি বজায় রাখার পাশাপাশি দেশের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল হওয়া এবং উত্তেজনা বৃদ্ধি রোধে কূটনৈতিক ভূমিকা পালনের গুরুত্বের ওপর জোর দিয়েছেন।

বৃহস্পতিবার চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সাথে টেলিফোনে আলাপকালে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি ব্যাখ্যা করে বলেছেন যে সাম্প্রতিক অস্থিরতার একটি উল্লেখযোগ্য অংশ বিদেশী শক্তির উস্কানি এবং হস্তক্ষেপের মধ্য দিয়ে শুরু হয়েছে এবং গৃহীত পদক্ষেপগুলো দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছে।

আরাকচি জোর দিয়ে বলেছেন যে ইসলামি প্রজাতন্ত্র ইরান যেকোনো বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে সতর্ক এবং প্রস্তুত, তবে একই সাথে  তেহরান বন্ধুত্বপূর্ণ এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সংলাপ এবং গঠনমূলক সম্পর্কের পথও সব সময় খুলা রেখেছে। ইরানের কূটনৈতিক পরিষেবার প্রধান আঞ্চলিক ও বৈশ্বিক সমীকরণে চীনের অবস্থানের কথা উল্লেখ করে বেইজিংকে এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা জোরদারে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন।

ওয়াং ই আরও বলেন যে বেইজিং সর্বদা জাতিসংঘ সনদ এবং আন্তর্জাতিক আইনের নীতি মেনে চলে এবং ঘোষণা করে যে তার দেশ চাপ, হুমকি এবং অন্যদের উপর একতরফা ইচ্ছা চাপিয়ে দেওয়ার নীতির বিরোধিতা করে এবং শান্তিপূর্ণ উপায়ে বিরোধ নিষ্পত্তিকে সমর্থন করে।

বর্তমান পরিস্থিতি কাটিয়ে উঠতে ইরানি জাতি ও সরকারের ক্ষমতার প্রতি আস্থা প্রকাশ করে চীনা পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন যে চীন সর্বদা ইরানের স্থিতিশীলতা, নিরাপত্তা এবং বৈধ অধিকারকে সমর্থন করে এবং কূটনীতি ও সংলাপের কাঠামোর মধ্যে উত্তেজনা হ্রাস এবং আঞ্চলিক সহযোগিতা জোরদারে গঠনমূলক ভূমিকা পালন করতে প্রস্তুত।#

পার্সটুডে/এমবিএ/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।