ইরানের সঙ্গে সংঘাতের পরিণতিকে ভয় পান ট্রাম্প: ইরাকি বিশ্লেষক
-
ইরাকি বিশ্লেষক
পার্সটুডে- ইরাকের নিরাপত্তা বিশ্লেষক হাইথাম আল খাজ আলি বলেছেন, মার্কিন প্রেসিডেন্টের বিশৃঙ্খল এবং স্ববিরোধী বক্তব্য তেহরানের সাথে সংঘর্ষের বিষয়ে তার উদ্বেগকেই প্রতিফলিত করে।
ইরাকের এই নিরাপত্তা বিশ্লেষক আজ রোববার বলেন, ইরান সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সব বক্তব্য কেবলি হুমকি দেওয়ার উদ্দেশ্যে এবং গণমাধ্যমের মাধ্যমে ফায়দা হাসিলের জন্য। ট্রাম্প ইরানের সাথে সরাসরি সংঘর্ষে জড়াতে ইচ্ছুক নন কারণ মার্কিন সামরিক ঘাঁটিগুলো এবং এই অঞ্চলে ওয়াশিংটনের স্বার্থ ইরানি ক্ষেপণাস্ত্রের ঝুঁকিতে রয়েছে।
পার্সটুডে জানিয়েছে, আল-খাজ আলি সংবাদ সংস্থা আল-মা'উলোমাহ-কে বলেছেন-ইসলামী প্রজাতন্ত্র সম্পর্কে ট্রাম্পের বক্তব্যের অসামঞ্জস্যতা এই ইঙ্গিতই দেয় যে, ট্রাম্প এ বিষয়ে উদ্বিগ্ন এবং দ্বিধাগ্রস্ত।
আল-খাজ আলি বলেন, সামরিক উত্তেজনা বৃদ্ধির যেকোনো সম্ভাব্য পরিণতি ট্রাম্পের জন্য নেতিবাচক পরিণতি বয়ে আনবে এবং মার্কিন যুক্তরাষ্ট্রে তার রাজনৈতিক ভবিষ্যতের ওপর সরাসরি প্রভাব ফেলতে পারে।#
পার্সটুডে/এসএ/১৮