আমরা আমাদের দেশের সীমান্ত রক্ষা করতে প্রস্তুত: ইরানি স্থল বাহিনীর কমান্ডার
https://parstoday.ir/bn/news/iran-i156290-আমরা_আমাদের_দেশের_সীমান্ত_রক্ষা_করতে_প্রস্তুত_ইরানি_স্থল_বাহিনীর_কমান্ডার
পার্সটুডে: ইরানের সেনাবাহিনীর স্থল বাহিনীর কমান্ডার জোর দিয়ে বলেছেন: শত্রুর হুমকির বিরুদ্ধে আমাদের স্থল বাহিনী সীমান্ত রক্ষা করতে প্রস্তুত।
(last modified 2026-01-21T09:54:18+00:00 )
জানুয়ারি ২১, ২০২৬ ১৫:৪৮ Asia/Dhaka
  •  ইরানি স্থল বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী জাহানশাহী
    ইরানি স্থল বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী জাহানশাহী

পার্সটুডে: ইরানের সেনাবাহিনীর স্থল বাহিনীর কমান্ডার জোর দিয়ে বলেছেন: শত্রুর হুমকির বিরুদ্ধে আমাদের স্থল বাহিনী সীমান্ত রক্ষা করতে প্রস্তুত।

পার্সটুডে আরও জানায়, ইরানের স্থল বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী জাহানশাহী মঙ্গলবার এক বক্তৃতায় বলেছেন: বর্তমানে, সেনাবাহিনীর স্থল বাহিনীর ১০টি ব্রিগেড সীমান্ত রক্ষার জন্য প্রস্তুত। ব্রিগেডিয়ার জেনারেল আলী জাহানশাহী বলেন: সামরিক ট্রেনিং প্রাপ্তরা তাদের হৃদয় ও প্রাণ দিয়ে ফ্রন্টে উপস্থিত ছিল এবং বিভিন্ন অভিযানে ইরান ও ইসলামকে রক্ষা করেছিল, যার ফলে দেশ ও ইসলামের প্রতিরক্ষায় ৩৯ হাজার শহীদ হন এবং ১ লাখ ৭৬ হাজার সৈনিক জীবনবাজি রাখেন।

ইসরায়েলকে আরও তিনটি এফ-৩৫ যুদ্ধবিমান সরবরাহ

অন্য খবরে জানা গেছে, পশ্চিম এশিয়া অঞ্চলে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে, ইহুদিবাদী ইসরাইল মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আরও তিনটি এফ-৩৫ যুদ্ধবিমান পেয়েছে। প্রতিবেদন অনুসারে, ইহুদিবাদী ইসরাইলের প্রতি মার্কিন সামরিক সহায়তার সাথে সামঞ্জস্য রেখে, বিশেষ করে উভয় পক্ষের মধ্যে ১০ বছরের সমঝোতা স্মারক অনুযায়ী আরও তিনটি এফ-৩৫ যুদ্ধবিমান মার্কিন সামরিক শিল্প কোম্পানি "লকহিড মার্টিন" নির্মিত "অ্যাডায়ার" মডেল, ইসরাইলের দক্ষিণে অবস্থিত বৃহত্তম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ইসরায়েলি বিমান ঘাঁটিতে অবতরণ করেছে।

আমেরিকা গ্রিনল্যান্ডে বিমান পাঠাচ্ছে

এদিকে, উত্তর আমেরিকার অ্যারোস্পেস ডিফেন্স কমান্ড (NORAD) ঘোষণা করেছে, তারা গ্রিনল্যান্ডে অবস্থিত মার্কিন বিমান ঘাঁটিতে বিমান পাঠাবে। মঙ্গলবার রাতে সিএনএন জানিয়েছে যে গ্রিনল্যান্ড নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র, ডেনমার্ক ও ইউরোপীয়দের মধ্যে উত্তেজনা এবং দ্বীপে ডেনিশ সেনা প্রেরণের একই সময়ে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।

ট্রাম্পের হুমকির প্রতিক্রিয়ায় ডেনমার্ক গ্রিনল্যান্ডে আরও সেনা পাঠাচ্ছে

প্রতিবেদন অনুসারে, ডেনমার্ক গ্রিনল্যান্ডে আরও সেনা পাঠাচ্ছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মার্কিন নিরাপত্তা বজায় রাখার জন্য ওয়াশিংটনকে গ্রিনল্যান্ড সম্পূর্ণরূপে দখল করতে হবে। হোয়াইট হাউস এক সরকারি বিবৃতিতে হুমকি দিয়েছে,  প্রয়োজনে তারা সামরিক শক্তি ব্যবহার করবে।

গ্রিনল্যান্ড সম্ভাব্য মার্কিন সামরিক পদক্ষেপের বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর্কটিকের "গ্রিনল্যান্ড" দ্বীপটি দখলের জোর ইচ্ছার কথা বললেও, দ্বীপের প্রধানমন্ত্রী জেন্স ফ্রেডেরিক নিলসেন মার্কিন সামরিক পদক্ষেপের বিষয়টি উড়িয়ে দেন নি এবং জোর দিয়ে বলেছেন: দ্বীপ এবং দ্বীপের জনগণকে "যে-কোনো কিছুর" জন্য প্রস্তুত থাকতে হবে।

ভেনিজুয়েলার উপকূলে মার্কিন যুক্তরাষ্ট্র একটি তেল ট্যাঙ্কার আটক করেছে

ভেনিজুয়েলার উপকূল থেকেও খবর এসেছে যে, মার্কিন দক্ষিণ কমান্ড বুধবার সকালে ঘোষণা করেছে, ক্যারিবিয় অঞ্চলে তাদের বাহিনী একটি তেল ট্যাঙ্কার আটক করেছে। কমান্ড এই খবরের আর কোনও বিবরণ দেয় নি। ভেনেজুয়েলার ওপর নৌ অবরোধ আরোপের পর থেকে, মার্কিন যুক্তরাষ্ট্র তার বেশ কয়েকটি তেল ট্যাঙ্কার আটক করেছে এবং তাদের পণ্য চুরি করেছে। বিভিন্ন দেশ মার্কিন এই পদক্ষেপগুলোকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং জলদস্যুতা বলে ঘোষণা করেছে।#

পার্সটুডে/এনএম/২১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।