‘হারামাইন শরিফাইনের খাদেম হওয়ার যোগ্যতা সৌদি শাসকদের নেই’
https://parstoday.ir/bn/news/iran-i19498-হারামাইন_শরিফাইনের_খাদেম_হওয়ার_যোগ্যতা_সৌদি_শাসকদের_নেই’
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, গত বছরের হজের সময় মিনা ট্র্যাজেডিতে একমাত্র ইরানই সৌদি সরকারের সমালোচনা করে কথা বলেছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
সেপ্টেম্বর ০৭, ২০১৬ ১৮:২০ Asia/Dhaka
  • ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী
    ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, গত বছরের হজের সময় মিনা ট্র্যাজেডিতে একমাত্র ইরানই সৌদি সরকারের সমালোচনা করে কথা বলেছে।

এ ইস্যুতে মানবাধিকার সংগঠনগুলো ও অন্য দেশগুলো নীরব থাকায় তার সমালোচনা করেন সর্বোচ্চ নেতা। 

আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেন, “মুসলিম বিশ্বের এ ধরনের নীরবতা নৈতিক অধঃপতনের বড় কারণ। এটি মুসলিম বিশ্বের জন্য বিপর্যয়কর।” গত বছরের হজের সময় মিনা ট্র্যাজেডি ও পবিত্র মক্কায় ক্রেন ভেঙে হতাহত ইরানি হাজিদের পরিবারের সদস্যদেরকে দেয়া একা সাক্ষাৎ অনুষ্ঠানে এসব কথা বলেছেন সর্বোচ্চ নেতা।

তিনি আরো বলেন- শুধু সরকারগুলো নয়, মুসলিম বিশ্বের বিশেষজ্ঞ, পণ্ডিত, রাজনৈতিক কর্মী ও অভিজাত লোকজনও হাজার হাজার হাজি শহীদ হওয়ার বিষয়ে মুখ বন্ধ করে রয়েছেন। মিনার ঘটনার মতো হৃদয়বিদারক ঘটনায় চুপ থাকাটাই হচ্ছে সত্যিকারের ট্র্যাজেডি।  

হতাহত ইরানি হাজিদের পরিবারের সদস্যদেরকে দেয়া একা সাক্ষাৎ অনুষ্ঠানে বক্তব্য রাখছেন সর্বোচ্চ নেতা

অনুষ্ঠানে তিনি আরো বলেন, “সৌদি শাসকরা এতটাই নির্লজ্জ যে, যেসব দেশের হাজি নিহত হয়েছেন সেসব মুসলিম দেশের কাছে তারা মৌখিকভাবে ক্ষমা চাইতে পর্যন্ত অস্বীকার করেছেন।” গত বছরের ট্র্যাজেডিতে একথাও প্রমাণিত হয় যে, সৌদি শাসকরা মুসলিম বিশ্বের সবচেয়ে পবিত্রতম দুটি স্থানের খাদেম হওয়ার যোগ্য নন।

গত বছরের মিনা ট্র্যাজেডি ও ক্রেন ভেঙে পড়ার ঘটনায় শত শত হাজি নিহত হয়েছেন। এরমধ্যে শুধু ইরানেরই ৪৬৫ জন হাজি রয়েছেন। কিন্তু সৌদি সরকার এ পর্যন্ত ৭৭০ জনের বেশি নিহতের কথা স্বীকার করে নি। তবে ইরান নিজস্ব তদন্তের আওতায় বলেছে, মিনা ট্রাজেডিতে মারা গেছেন ৪,৭০০ জন হাজি।

গত সোমবার হজবাণীতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামনেয়ী বলেছেন, গত বছরের মিনা ট্র্যাজেডি ও মক্কায় ক্রেন ভেঙে পড়ার দুটি ঘটনাই সৌদি শাসকরা দায়ী।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৭    

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতার হজবাণী