পরমাণু সমঝোতা পুরোপুরি বাস্তবায়ন করেছে ইরান: আমানো
https://parstoday.ir/bn/news/iran-i21727-পরমাণু_সমঝোতা_পুরোপুরি_বাস্তবায়ন_করেছে_ইরান_আমানো
পাশ্চাত্যের সঙ্গে সই করা পরমাণু সমঝোতা বা জেসিপিওএ পুরোপুরি বাস্তবায়ন করেছে ইরান। জাতিসংঘের পরমাণু তদারকি বিষয়ক সংস্থা আইএইএ’র মহাপরিচালক ইউকিয়া আমানো এ বিষয়টি নিশ্চিত করেছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
অক্টোবর ০২, ২০১৬ ০৬:০১ Asia/Dhaka
  • ইউকিয়া আমানো
    ইউকিয়া আমানো

পাশ্চাত্যের সঙ্গে সই করা পরমাণু সমঝোতা বা জেসিপিওএ পুরোপুরি বাস্তবায়ন করেছে ইরান। জাতিসংঘের পরমাণু তদারকি বিষয়ক সংস্থা আইএইএ’র মহাপরিচালক ইউকিয়া আমানো এ বিষয়টি নিশ্চিত করেছেন।

ফরাসি দৈনিক লা মন্ডকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, পরমাণু সমঝোতার ব্যাপারে তেহরান তার প্রতিশ্রুতি রক্ষা করেছে বলে আমি নিশ্চয়তা দিচ্ছি। আন্তর্জাতিক সমাজকে দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করে ইরানিরা।

জাতিসংঘের পাঁচ স্থায়ী সদস্যদেশ ও জার্মানিকে নিয়ে গঠিত ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ২০১৫ সালের জুলাই মাসে জেসিপিওএ সই করে ইরান। সমঝোতা অনুযায়ী ইরানের পরমাণু কর্মসূচিতে কিছুটা সীমাবদ্ধতা আরোপের বিনিময়ে দেশটির ওপর থেকে পরমাণু কর্মসূচিকেন্দ্রীক সব নিষেধাজ্ঞা তুলে নেয়ার কথা। ওই সমঝোতা চলতি বছরের জানুয়ারির মাঝামাঝি সময়ে কার্যকর করা হয়। দু’পক্ষ এটি কার্যকর করেছে কিনা তা তদারকির দায়িত্ব দেয়া হয় আইএইএ’কে।

সংস্থাটির মহাপরিচালক ইউকিয়া আমানো আরো বলেন, জানুয়ারি থেকে কোনো সমস্যা ছাড়াই পরমাণু সমঝোতা বাস্তবায়িত হয়ে আসছে। ফেব্রুয়ারিতে আরাক পরমাণু কেন্দ্রের ভারী পানি নিয়ে ছোট একটি সমস্যা হয়েছিল যা তেহরানকে বলার পর তারা সে সমস্যার সমাধান করে ফেলেছে।

এদিকে ইরান জেসিপিওএ পুরোপুরি বাস্তবায়ন করলেও পশ্চিমা দেশগুলো তেহরানের ব্যাপারে তাদের প্রতিশ্রুতি এখনো পুরোপুরি বাস্তবায়ন করেনি। ইরানের ব্যাংকিং খাতের সঙ্গে আন্তর্জাতিক ব্যাংকগুলোর লেনদেন এখনো শুরু হয়নি।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২