ষড়যন্ত্র নস্যাৎ হওয়ায় ক্ষুব্ধ হয়ে হিল্লায় হামলা চালিয়েছে সন্ত্রাসীরা: সর্বোচ্চ নেতা
https://parstoday.ir/bn/news/iran-i26794-ষড়যন্ত্র_নস্যাৎ_হওয়ায়_ক্ষুব্ধ_হয়ে_হিল্লায়_হামলা_চালিয়েছে_সন্ত্রাসীরা_সর্বোচ্চ_নেতা
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ি আজ (শনিবার) বলেছেন, ইমাম হোসেইন (আ.)'র শাহাদাতের চেহলাম বার্ষিকীর বিশাল শোক-শোভাযাত্রা ও সেখানকার নজিরবিহীন নিরাপত্তার কারণে তাকফিরি সন্ত্রাসীদের ষড়যন্ত্র নস্যাৎ হয়ে গেছে এবং এ অবস্থায় সন্ত্রাসীরা ক্ষুব্ধ হয়ে প্রতিশোধ হিসেবে ইরাকের হিল্লায় কাপুরুষোচিত ও নির্মম হামলা চালিয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
নভেম্বর ২৬, ২০১৬ ২০:৫৭ Asia/Dhaka
  • ষড়যন্ত্র নস্যাৎ হওয়ায় ক্ষুব্ধ হয়ে হিল্লায় হামলা চালিয়েছে সন্ত্রাসীরা: সর্বোচ্চ নেতা

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ি আজ (শনিবার) বলেছেন, ইমাম হোসেইন (আ.)'র শাহাদাতের চেহলাম বার্ষিকীর বিশাল শোক-শোভাযাত্রা ও সেখানকার নজিরবিহীন নিরাপত্তার কারণে তাকফিরি সন্ত্রাসীদের ষড়যন্ত্র নস্যাৎ হয়ে গেছে এবং এ অবস্থায় সন্ত্রাসীরা ক্ষুব্ধ হয়ে প্রতিশোধ হিসেবে ইরাকের হিল্লায় কাপুরুষোচিত ও নির্মম হামলা চালিয়েছে।

এর মধ্যদিয়ে তাদের হিংস্র ও ঘৃণ্য চেহারা আরও একবার সবার সামনে প্রকাশ পেয়েছে বলে তিনি উল্লেখ করেন। 

ইরাকের বাবেল প্রদেশের হিল্লা এলাকায় জিয়ারতকারীদের বাসে সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে তিনি এক বার্তায় আরও বলেছেন, নাইজেরিয়া, পাকিস্তান ও আফগানিস্তান থেকেও একই ধরনের দুঃখজনক খবর পাওয়া যাচ্ছে। তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী এবং তাদের সমর্থক সরকারগুলো যে কতটা বিপদজনক এসবের মধ্যদিয়ে সে বাস্তবতাই ফুটে উঠছে। 


গত বৃহস্পতির ইরাকের হিল্লা শহরের কাছে একটি পেট্রল পাম্পে গাড়িবোমা বিস্ফোরণে বহু ইরানি জিয়ারতকারীসহ প্রায় ১০০ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অনেকে। তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশ ওই হামলার দায় স্বীকার করেছে। 


ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ি ইরানের সেমনানে ট্রেন দুর্ঘটনায় হতাহতের বিষয়ে শোক প্রকাশ করেছেন। একইসঙ্গে আহতদের সুস্থতা কামনা করে দোয়া করেন তিনি। গতকাল (শুক্রবার) সেমনানে ট্রেন দুর্ঘটনায় ৪০ জন নিহত ও প্রায় একশ' জন আহত হয়েছে। ট্রেনটি তাবরিজ থেকে পবিত্র নগরী মাশহাদ যাচ্ছিল। #
পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৬