‘ইরান বিরোধী নিষেধাজ্ঞার বিলে সই করবেন ওবামা’
https://parstoday.ir/bn/news/iran-i27322-ইরান_বিরোধী_নিষেধাজ্ঞার_বিলে_সই_করবেন_ওবামা’
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ইরান বিরোধী ১০ বছর মেয়াদি নিষেধাজ্ঞার বিলে সই করবেন বলে তার আবাসিক দপ্তর হোয়াইট হাউজ আভাস দিয়েছে। হোয়াইট হাউজের উপ-প্রেস সচিব এরকি শুল্তজ বলেছেন, “আমরা বিশ্বাস করি ইরান বিরোধী নিষেধাজ্ঞা নবায়ন করা জরুরি নয়, কিন্তু আমরা এও মনে করি এই আইন ইরানের পরমাণু সমঝোতা লঙ্ঘন করবে না।”
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
ডিসেম্বর ০৩, ২০১৬ ০৬:১৯ Asia/Dhaka
  • ‘ইরান বিরোধী নিষেধাজ্ঞার বিলে সই করবেন ওবামা’

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ইরান বিরোধী ১০ বছর মেয়াদি নিষেধাজ্ঞার বিলে সই করবেন বলে তার আবাসিক দপ্তর হোয়াইট হাউজ আভাস দিয়েছে। হোয়াইট হাউজের উপ-প্রেস সচিব এরকি শুল্তজ বলেছেন, “আমরা বিশ্বাস করি ইরান বিরোধী নিষেধাজ্ঞা নবায়ন করা জরুরি নয়, কিন্তু আমরা এও মনে করি এই আইন ইরানের পরমাণু সমঝোতা লঙ্ঘন করবে না।”

তিনি শুক্রবার আরো বলেন, এরপরও প্রেসিডেন্ট আইনটিতে সই করবেন বলে তিনি আশা করছেন।

মার্কিন পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে বৃহস্পতিবার ৯৯-০ ভোটে ইরান স্যাংশন্স অ্যাক্ট (আইএসএ) পাস হয়। এরপর এটিকে আইনে পরিণত করার জন্য প্রেসিডেন্ট ওবামার কাছে পাঠানো হয়েছে। এর আগে মার্কিন পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে গতমাসে বিলটি ৪১৯-১ ভোটে পাস হয়। আইনটি নবায়ন করা না হলে আগামী ৩১ ডিসেম্বর আমেরিকার পক্ষ থেকে ইরানের ওপর আরোপিত একতরফা নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়ে যেত।

হোয়াইট হাউজের উপ-প্রেস সচিব এরকি শুল্তজ

ইরানের জ্বালানি খাতে বিদেশি বিনিয়োগ বন্ধ করতে ১৯৯৬ সালে প্রথম এই নিষেধাজ্ঞা আরোপ করে মার্কিন সরকার। ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি সামরিক দিকে মোড় নিচ্ছে বলে অভিযোগ তুলে ওই নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এরপর ২০০৬ সালে আইনটি আবার ১০ বছরের জন্য নবায়ন করা হয় এবং বর্তমানে আরেক দফায় তা আরো ১০ বছরের জন্য নবায়ন করার প্রক্রিয়া চলছে।

এদিকে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী সম্প্রতি এক প্রকাশ্য সভায় বলেছেন, ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হলে তেহরান তার জবাব দেবে। এছাড়া, ইরানের জাতীয় সংসদ মার্কিন কংগ্রেসের অনুরূপ ব্যবস্থা নেয়ার কথা বলেছে।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৩