বিশ্ব এখনো রাসায়নিক অস্ত্রের ভয়াবহতা উপলব্ধি করেনি: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i32932-বিশ্ব_এখনো_রাসায়নিক_অস্ত্রের_ভয়াবহতা_উপলব্ধি_করেনি_ইরান
ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি বলেছেন, তার দেশের নিরস্ত্র জনগণের ওপর সাবেক ইরাকি শাসক সাদ্দাম সরকারের ভয়াবহ রাসায়নিক হামলার কথা ইতিহাস কখনো ভুলবে না। ওই রাসায়নিক হামলার ভয়াবহতা নিয়ে লেখা একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সোমবার এ মন্তব্য করেন আরাকচি।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
ফেব্রুয়ারি ১৪, ২০১৭ ০৯:০৯ Asia/Dhaka
  • সাইয়্যেদ আব্বাস আরাকচি
    সাইয়্যেদ আব্বাস আরাকচি

ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি বলেছেন, তার দেশের নিরস্ত্র জনগণের ওপর সাবেক ইরাকি শাসক সাদ্দাম সরকারের ভয়াবহ রাসায়নিক হামলার কথা ইতিহাস কখনো ভুলবে না। ওই রাসায়নিক হামলার ভয়াবহতা নিয়ে লেখা একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সোমবার এ মন্তব্য করেন আরাকচি।

তিনি বলেন, ইরানের ওপর ইরাক সরকারের আট বছরের চাপিয়ে দেয়া যুদ্ধে সাদ্দামের পক্ষ থেকে রাসায়নিক হামলার ভয়াবহ পরিণতি দেখে আন্তর্জাতিক সমাজ এর ব্যবহার নিষিদ্ধ করতে উদ্যোগি হয়।  অনুমোদন করা হয় রাসায়নিক অস্ত্র উৎপাদন, সংরক্ষণ ও ব্যবহার নিষিদ্ধকরণ চুক্তি।

সাদ্দাম সরকারের রাসায়নিক হামলায় ইরানের হাজার হাজার মানুষ নিহত এবং লাখ লাখ মানুষ আহত হয়। ওই যুদ্ধ শেষ হয়ে যাওয়ার তিন দশক পর এখনো রাসায়নিক ক্রিয়ায় আক্রান্ত হাজার হাজার মানুষ মৃত্যু যন্ত্রণায় কষ্ট পাচ্ছে।

আরাকচি বলেন, রাসায়নিক অস্ত্রের বিরুদ্ধে সবচেয়ে বেশি সোচ্চার দেশগুলোর অন্যতম ইরান।  মৃত্যু নিয়ে যারা ব্যবসা করে তারা আধিপত্যকামী শক্তিগুলোর অমানবিক স্বার্থ হাসিলের লক্ষ্যে রাসায়নিক অস্ত্রসহ সব ধরনের গণবিধ্বংসী অস্ত্র তৈরি করে বলে উল্লেখ করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।  তিনি বলেন, রাসায়নিক অস্ত্রে আক্রান্ত ইরানের হাজার হাজার মানুষের অবর্ণনীয় দুর্ভোগের গভীরতা বিশ্ব সমাজ এখনো উপলব্ধি করতে পারেনি।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৪