তেহরানে পৌঁছেছে এয়ারবাস কোম্পানির তৃতীয় বিমান
(last modified Sun, 26 Mar 2017 01:41:44 GMT )
মার্চ ২৬, ২০১৭ ০৭:৪১ Asia/Dhaka
  • শনিবার ইরানে আসা এ৩৩০\'র ভেতরের দৃশ্য
    শনিবার ইরানে আসা এ৩৩০\'র ভেতরের দৃশ্য

ইউরোপের বৃহত্তম বিমান নির্মাণকারী প্রতিষ্ঠান এয়ারবাসের পক্ষ থেকে তৃতীয় যাত্রীবাহী বিমান ইরানে এসে পৌঁছেছে। ২০১৫ সালে ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের পরমাণু সমঝোতা সাক্ষরিত হওয়ার ফলে ইরানের পক্ষ থেকে এই বিমান কেনার পথ সুগম হয়েছিল।

এর আগে তেহরানের ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে এ ধরনের যাত্রীবাহী বিমান বা এগুলোর যন্ত্রাংশ কিনতে পারত না তেহরান।

শনিবার এয়ারবাসের এ৩৩০-২০০ বিমানটি তেহরানের মেহরাবাদ বিমানবন্দরে অবতরণ করে। 

এর একদিন আগে ফ্রান্সের তুলুজ শহরে বিমানটিকে ইরানি কর্মকর্তাদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে এয়ারবাস। ইরানের জাতীয় বিমান সংস্থা ইরান এয়ার’র ব্যবস্থাপনা পরিচালক ফরহাদ পারেশ ওই হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ইরানে আসা বিমানটিতে বিসনেস ক্লাসের ৩২টি এবং ইকোনমি ক্লাসের ২০৬টি আসন আছে যা লম্বা দূরত্বে চলাচলের জন্য বিশেষভাবে উপযোগী।

এর আগে চলতি বছরের জানুয়ারি ও মার্চে এয়ারবাস আরেকটি এ৩৩০ এবং তুলনামূলক ছোট এ৩২১ বিমান হস্তান্তর করেছিল। গত বছর ইরান ও এয়ারবাসের মধ্যে স্বাক্ষরিত ১,৮০০ বিলিয়ন ডলারের এক চুক্তি অনুযায়ী তেহরানকে ১০০টি নতুন যাত্রীবাহী বিমান দেবে ইউরোপের এই বিমান নির্মাণকারী প্রতিষ্ঠান।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৬

ট্যাগ