পারস্য উপসাগর ও কৃষ্ণ সাগরের মধ্যে করিডর তৈরির আহ্বান জানালেন জারিফ
https://parstoday.ir/bn/news/iran-i36448-পারস্য_উপসাগর_ও_কৃষ্ণ_সাগরের_মধ্যে_করিডর_তৈরির_আহ্বান_জানালেন_জারিফ
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ পারস্য উপসাগর এবং কৃষ্ণ সাগরের মধ্যে সংযোগকারী নতুন পরিবহন পথ তৈরির ওপর গুরুত্বারোপ করেছেন। এ করিডরের মাধ্যমে আঞ্চলিক দেশগুলোর মধ্যে সম্পর্ক জোরদার হবে বলেও জানান তিনি।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ১৯, ২০১৭ ০০:২১ Asia/Dhaka
  • পারস্য উপসাগর ও কৃষ্ণ সাগরের মধ্যে করিডর তৈরির আহ্বান জানালেন জারিফ

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ পারস্য উপসাগর এবং কৃষ্ণ সাগরের মধ্যে সংযোগকারী নতুন পরিবহন পথ তৈরির ওপর গুরুত্বারোপ করেছেন। এ করিডরের মাধ্যমে আঞ্চলিক দেশগুলোর মধ্যে সম্পর্ক জোরদার হবে বলেও জানান তিনি।

জর্জিয়ার রাজধানী তিবলিসে ইরান-জর্জিয়া অর্থনৈতিক বিষয়ক বৈঠকে আজ(মঙ্গলবার) এ কথা বলেন তিনি। 

তিনি বলেন, পারস্য উপসাগর থেকে কৃষ্ণ সাগর পর্যন্ত পরিবহন পথ বাস্তবায়ন করা গেলে তার মাধ্যমে আঞ্চলিক দেশগুলোকে কাছাকাছি আনা যাবে। পাশাপাশি পণ্য পরিবহনের খরচও কমবে বলে জানান তিনি। তিনি আরো বলেন, এ প্রকল্প ইরান, আজারবাইজান এবং আর্মেনিয়ার মধ্যে সহযোগিতা বাড়াবে।

এদিকে, জর্জিয়ার প্রেসিডেন্ট গিরওজি মারাগভেলাশিভিলি সঙ্গে বৈঠকে তিবলিসের সঙ্গে তেহরানের সম্পর্ক বৃদ্ধির আগ্রহ প্রকাশ করেন জারিফ। মারাগভেলাশিভিলি বলেন, ২৫ বছর আগে ইরানের সঙ্গে সম্পর্ক স্থাপনের পর থেকে দুদেশের মধ্যে সহযোগিতা বেড়েছে।

ইরানের সমৃদ্ধ সংস্কৃতির কথা উল্লেখ করে সংস্কৃতি ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর আহ্বানও জানান তিনি।#

পার্সটুডে/মূসা রেজা/১৮