শেখ ঈসা কাসিমের অন্যায় বিচারের পরিণতি ভালো হবে না: ইরানের পার্লামেন্ট
-
ইরানের সংসদ- মজলিসে শুরুয়ে ইসলামীর অধিবেশন (ফাইল ছবি)
ইরানের পার্লামেন্ট সদস্যরা বাহরাইনের সরকার বিরোধী প্রখ্যাত শিয়া আলেম শেখ নাঈম কাসিমের বিচার করার ব্যাপারে মানামাকে সতর্ক করে দিয়েছেন। তারা বলেছেন, এই অন্যায় ও অন্যয্য বিচারের পরিণতি ভালো হবে না।
ইরানের ১৫৮ সংসদ সদস্য এক বিবৃতি প্রকাশ করে বলেছেন, শেখ কাসিমের জন্য স্বচ্ছ বিচারিক প্রক্রিয়া নিশ্চিত করা হয়নি। স্বাধীনতার দাবিতে বাহরাইনের জনগণ যে আন্দোলন করছে তা স্তব্ধ করে দেয়ার লক্ষ্যে এই সাজানো বিচার অনুষ্ঠিত হচ্ছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
ইরানি সংসদ সদস্যরা বাহরাইনের জনগণের মুক্তির দাবির প্রতি একাত্মতা ঘোষণা করেন। তারা শেখ কাসিমের বিচারিক প্রক্রিয়ার নিন্দা জানিয়ে বলেন, এই বিচার গোটা বিশ্বের মুসলমানদের অনুভূতিতে আঘাত হানবে। শেখ ঈসা কাসিমের অন্যায় বিচারে সৌদি আরবের প্রকাশ্য হস্তক্ষেপ রয়েছে বলেও বিবৃতিতে তারা জানান।

বাহরাইনের নিষিদ্ধ ঘোষিত আল-ওয়েফাক ন্যাশনাল ইসলামিক সোসাইটি’র আধ্যত্মিক নেতা হলেন শেষ নাঈম কাসিম। কথিত ‘সাম্প্রদায়িকতা’ ও ‘সহিংসতা’ উস্কে দেয়ার অভিযোগে বাহরাই সরকার ২০১৬ সালে তার নাগরিকত্ব কেড়ে নেয়। তখন থেকে তিনি গৃহবন্দি অবস্থায় রয়েছেন। শেখ কাসেম তার বিরুদ্ধে আনা সব অভিযোগ প্রত্যাখ্যান করেছেন।
বাহরাইনের আদালতের তার বিরুদ্ধে বিচারের শুনানি কয়েক দফা মুলতবি করা হয়েছে। আগামী ২১ মে তার মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১১