হাইস্পিড রেল চুক্তি করল ইরান ও ইতালি
https://parstoday.ir/bn/news/iran-i41964-হাইস্পিড_রেল_চুক্তি_করল_ইরান_ও_ইতালি
ইসলামি প্রজাতন্ত্র ইরান ও ইতালি উচ্চ গতিসম্পন্ন রেল লাইন প্রতিষ্ঠার বিষয়ে ১২০ কোটি ইউরো বা ১৩০ কোটি ডলারের একটি চুক্তি করেছে। এ চুক্তি বাস্তবায়ন হলে আরাক ও পবিত্র নগরী কোমের মধ্যে উচ্চ গতিসম্পন্ন ট্রেন চলাচল শুরু হবে।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
জুলাই ১২, ২০১৭ ১২:১৩ Asia/Dhaka
  • চুক্তি সই করছেন মোহাম্মাদজাদেহ (ডানে) ও মাজোনসিনি
    চুক্তি সই করছেন মোহাম্মাদজাদেহ (ডানে) ও মাজোনসিনি

ইসলামি প্রজাতন্ত্র ইরান ও ইতালি উচ্চ গতিসম্পন্ন রেল লাইন প্রতিষ্ঠার বিষয়ে ১২০ কোটি ইউরো বা ১৩০ কোটি ডলারের একটি চুক্তি করেছে। এ চুক্তি বাস্তবায়ন হলে আরাক ও পবিত্র নগরী কোমের মধ্যে উচ্চ গতিসম্পন্ন ট্রেন চলাচল শুরু হবে।

ইতালির ফেরোভিয়ে ডেলো স্ট্যাটোর প্রধান নির্বাহী কর্মকর্তা রেনাটো মাজোনসিনি এবং ইরানের রেলওয়ে বিভাগের প্রধান সাঈদ মোহাম্মাদজাদেহ গতকাল (মঙ্গলবার) এ চুক্তিতে সই করেন। ইরান এই প্রথম উচ্চ গতিসম্পন্ন রেল লাইন বসানোর কাজ শুরু করতে যাচ্ছে।  

গত এপ্রিল মাসে ইতালির প্রধানমন্ত্রী মাত্তেও রেনজি বিশাল বাণিজ্য প্রতিনিধিদল নিয়ে ইরান সফরে আসেন এবং সে সময় তেহরান ও রোমের মধ্যে ৫০০ কোটি ইউরোর রেল চুক্তি হয়। এ চুক্তির আওতায় রাজধানী তেহরান ও হামেদানের মধ্যে উচ্চ গতিসম্পন্ন রেল লাইন বসানো হবে। এছাড়া তেহরান, কোম ও ইস্পাহানের মধ্যে হাই-স্পিড রেল করিডর প্রতিষ্ঠা এবং তেহরান ও তাবরিজের মধ্যকার রেললাইনকে বিদ্যুতায়নের কাজ করবে ইতালি।

ইরান তার রেল ব্যবস্থাকে আধুনিকায়ন ও রেল নেটওয়ার্ক বিস্তৃত করার জন্য আগামী ১০ বছরে ২,৫০০ কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা নিয়েছে। বর্তমানে ইরানে ১৫ হাজার কিলোমিটার রেল লাইন রয়েছে; ২০২৫ সালের মধ্যে তা ২৫ হাজার কিলোমিটারে নিতে চায় তেহরান।#  

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১২